বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত ফেরত দম্পতির করোনা পজিটিভ
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা এক বাংলাদেশি দম্পতির করোনা শনাক্ত হয়েছে। তাদের বাড়ি দিনাজপুর জেলার সদর উপজেলার বালুরঘাট এলাকায়। এ ঘটনায় স্থলবন্দরসহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বন্দরটিতে এই প্রথম করোনা পজিটিভ ধরা পড়লো।
শনিবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরে স্থাপিত জেলা স্বাস্থ্য বিভাগের অ্যান্টিজেন্ট টেস্টে তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়। তবে এটি করোনার ওমিক্রন না ভারতীয় ভ্যারাইটির তা জানা যায়নি। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। ভারত থেকে আসা ওই দম্পতির আরটিপিসিআরে করোনা নেগেটিভ ফলাফল হয়েছিল বলে জানা গেছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের দিনাজপুরে পাঠানো হয়েছে। এর আগে ওই দম্পত্তি ভারত থেকে আরটিপিসিআর পরীক্ষায় নেগেটিভ ফলাফল নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাবান্ধা স্থলবন্দরে শনাক্ত হওয়ার পর তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা তাদের স্থলবন্দর থেকে নিয়ে যান।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান শনাক্ত হওয়া দম্পতি সুস্থ্য রয়েছেন। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা দিনাজপুর প্রশাসনের সঙ্গে কথা বলে ওই দম্পতিকে দিনাজপুরে ফেরত পাঠিয়েছেন।
/এএন