খাবারের সন্ধানে লোকালয়ে চিত্রা হরিণ

ভোলায় খাবার ও মিঠা পানির সন্ধানে লোকালয়ে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে পুলিশ ও বন বিভাগ কর্মকর্তাদের সহায়তায় হরিণটি তজুমদ্দিন উপজেলার শষিগঞ্জ বিটের চর উড়ুলিয়া বনে অবমুক্ত করা হয়।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামের চতলা বাজারের পাশের একটি বাগান থেকে হরিণটি উদ্ধার করা হয়। এটির ওজন প্রায় ৪০ কেজি বলে জানান স্থানীয়রা।
বন বিভাগ বলছে, খাবার সংকট, লবণাক্ত পানি থাকায় খাবার ও মিঠা পানির সন্ধানে প্রতিবছরই দু'একটা হরিণ লোকালয়ে চলে আসে। তেমনই খাবার ও মিঠা পানির সন্ধানে লোকালয়ে এসেছে হরিণটি। হরিণটি দেখে স্থানীয়রা লালমোহন থানা পুলিশকে অবহিত করলে পুলিশের সহায়তায় হরিণটি অবমুক্ত করা হয়।
জেলা বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, জেলার প্রায় ১০টি বনে হরিণের আবাস। খাবার ও মিঠা পানির সন্ধানে অনেক সময়ই হরিণ লোকালয়ে চলে আসে। উদ্ধার হওয়া হরিণটিও খাবার অথবা মিঠা পানির সন্ধানে লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।
এসজি
