চুরি করে পালানোকালে গাড়ি চাপা দিয়ে গৃহকর্ত্রীকে হত্যা
সিরাজগঞ্জে গরু চুরি করে পালানোর সময় গৃহকর্ত্রী টের পেয়ে গাড়ির সামনে দাড়ালে তাকে চাপা দিয়েই পালিয়ে যায় চোররা। এতে ঘটনাস্থলেই গৃহকর্ত্রী সেলিনা খাতুনের(৪৫) মৃত্যু হয়েছে এবং তার ছেলে জুবায়ের (২২) আহত হন। এদিকে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি দেখে পিকআপ ও চুরি করা গরু রেখেই পালিয়ে যায় চোররা।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চ সারটিয়ার চরে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত সেলিনা খাতুন ওই গ্রামের আমির চাঁনের স্ত্রী। আহত জুবায়ের তাদের ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) হোসাইন আলী জানান, গভীর রাতে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের পঞ্চ সারটিয়ার আমির চাঁনের বাড়িতে গরু চুরি করতে যায় চোররা। গোয়াল থেকে গরু খুলে পিকআপ ভ্যানে তোলার সময় বাড়ির গৃহকর্ত্রী সেলিনা খাতুন ও তার ছেলে জুবায়ের টের পেয়ে বাইরে বেরিয়ে আসেন। তারা পিকআপের সামনে দাঁড়িয়ে চোর বলে চিৎকার করতে থাকেন এবং থানায় ফোন করে পুলিশে খবর দেয়। এ সময় পিকআপটি তাদের চাপা দিয়ে গরু দুটিসহ পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সেলিনা খাতুন। তার ছেলে জুবায়ের আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় চর সারটিয়া এলাকায় পুলিশের গাড়ির সামনে পড়ে চোরদের পিকআপ। এ সময় তারা গরু ও পিকআপ রেখে পালিয়ে যায়।
এসআই হোসাইন আলী বলেন, পিকআপটি জব্দ করে চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআইএইচ