নেত্রকোনায় আরও ৭ দিন থাকবে কুয়াশা-হিমেল হাওয়া
নেত্রকোনায় গত কয়েক দিন ধরে শীতের প্রকোপ কিছুটা কমলেও ফের কুয়াশার পরিমাণ বেড়েছে। সেই সঙ্গে রয়েছে হিমেল বাতাস। প্রতিদিন দুপুরের পরে দেখা মেলে সূর্যের। আর এই অবস্থা আরও সপ্তাহখানেক থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে নেত্রকোনা জেলা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. মামুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী পাঁচ থেকে সাত দিন থাকবে এই কুয়াশা। তবে শীত ধীরে ধীরে কমে যাবে। আর বৃষ্টি না হওয়া পর্যন্ত বাতাস কমবে না। ফাল্গুন না আসা পর্যন্ত হিমেল বাতাস থাকবে।
এদিকে সোমবার (৩০ জানুয়ারি) সকাল থেকে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনে বেকায়দায় পড়ে নেত্রকোনাবাসী। কাজের তাগিদে বের হওয়া অনেকেই কাশি, মাথা ব্যথাসহ ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। শহর কিংবা গ্রাম সব জায়গায় একই অবস্থা বিরাজ করছে। কুয়াশার কারণে সকাল ১০টায় মনে হচ্ছে ভোর এখনো রয়েছে।
রাজমিস্ত্রির সর্দার আব্দুল মিয়া জানান, কনকনে হিমেল হাওয়ায় আমাদের মতো নিম্ন আয়ের মানুষের বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।
পত্রিকা বিক্রেতা মো. আলমগীর জানান, এই বাতাসেই তাদের সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি খবরের পত্রিকা পৌঁছে দিতে হয়। ফলে কয়েক দিন কাশিজনিত সমস্যায় ভোগেন।
নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বাসচালক জহির মিয়া জানান, শহরে চলাচলকারী যানবাহনের সংখ্যা কম থাকলেও কুয়াশার কারণে ঝুঁকি হয়ে পড়ছে।
অন্যদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান জানান, এমন ঠাণ্ডা বেশিদিন থাকলে নতুন লাগানো চারার জন্য সমস্যা হবে। কোল্ড ইনজুরিতে নষ্ট হয়ে যেতে পারে ইরি ও বোরো ধানের চারা গাছ।
এসআইএইচ