ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী নিখোঁজ, দাবি স্ত্রীর
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আসিফ আহমেদ গত শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে নিখোঁজ রয়েছেন। এমনকি তার বাড়ির সামনে সাদা পোশাকে লোকজন অবস্থান করছেন বলে দাবি আসিফের স্ত্রী মেহেরন্নিছা মেহরীনের।
তিনি বলেন, আমার স্বামীর কোনো খোঁজ পাচ্ছি না। বাড়ির সামনে সাদা পোশাকে লোকজন অবস্থান করছেন। আমার বাড়িতে একাধিকবার তল্লাশি হয়েছে। আমি আতঙ্কের মধ্যে আছি।
তিনি আরও জানান, গত ৭-৮ দিন আগে থেকেই চাপে ছিলেন তার স্বামী। এরই মাঝে তার প্রধান কর্মী মুসাকে (৮০) গ্রেপ্তার করে পুলিশ। ওই রাতেই নিখোঁজ হয় নির্বাচনের সমন্বয়কারী মেহরীনের ভাই শাফায়েত সুমন। এরপর থেকেই অস্বস্তিতে ছিলেন আসিফের নির্বাচনী মাঠের কর্মী-সমর্থকরা। বাসের চারদিকে অপরিচিত মানুষজন থাকে। তার পরিবারের সদস্যরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। আতঙ্কে মাঠে নেই আসিফের কর্মীরা। তবে আসিফের নিখোঁজের বিষয়ে এখনো থানায় জিডি করেননি তার পরিবার।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরবিন্দ বিশ্বাস বলেন, আমরা এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, আবু আসিফ আহমেদ নিখোঁজ কি না সে বিষয়ে তার পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বাড়ির সামনে সাদা পোশাকধারী কারও অবস্থানের বিষয়ের কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি।
এসজি