মাদারীপুরে ঘন কুয়াশায় গাড়ি চলাচলে ধীরগতি
বেশ কিছুদিন পর সোমবার (৩০ জানুয়ারি) ভোর থেকে ঘন কুয়াশায় মাদারীপুরের অধিকাংশ এলাকা ঢাকা পড়েছে। এ কারণে মাদারীপুর জেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর অববাহিকাসহ জেলার সড়ক-মহাসড়কে গাড়ি চলাচল করছে ধীর গতিতে। বৃষ্টির ফোঁটার মতো টপটপ করে শিশিরও ঝরছে মধ্যরাত থেকেই। এদিকে কুয়াশার তীব্রতায় সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার ভোর থেকে প্রচণ্ড কুয়াশার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল সীমিত রয়েছে। ভোর থেকে দূরপাল্লার যানবাহন তেমন চলতে দেখা যানি মহাসড়কে। এ ছাড়া আঞ্চলিক সড়কগুলোতে ছোট যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
পিকআপভ্যান চালক শাহীন মিয়াজি বলেন, 'কুয়াশার কারণে সামনে-পেছনে সামান্য দূরত্বেও কিছু দেখা যায় না।
হেডলাইট জ্বালিয়েও কাজ হচ্ছে না। ধীরে ধীরে গাড়ি চালিয়ে যেতে হয়েছে।'
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ে ঢাকা পড়ে আছে। সকাল থেকে তেমন যানবাহন চলতে দেখা যায়নি। এক্সপ্রেসওয়েতে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না।
হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানাব, 'আমাদের টিম মহাসড়কে দায়িত্ব পালন করছে। কুয়াশার কারণে তেমন যানবাহন সড়কে নেই। ধীর গতিতে চলাচল করছে।'
এসএন