নরসিংদীতে বিএনপির ৫ নেতা-কর্মী গ্রেপ্তার
সরকারের বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগে নরসিংদীর পলাশ উপজেলা বিএনপির ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঘোড়াশাল পৌরসভার বাগদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঘোড়াশাল পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি ও পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ডাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুজ্জামান, ঘোড়াশাল পৌরসভা কৃষকদলের সভাপতি লোকমান হোসেন ও পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা।
গ্রেপ্তারকৃত নেতা-কর্মীরা স্বজনরা জানান, রবিবার সকালে পাঁচদোনা-টঙ্গী সড়কের বাগদী এলাকায় একটি ট্রাক অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে আলাউদ্দিন নামে এক দোকানির দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের ব্যাপক ক্ষতি হয়। ঘটনার বিষয়টি দেখতে পলাশের সাবেক সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নির্দেশে কয়েকজন নেতা-কর্মী ঘটনাস্থলে যান। এসময় ঘোড়াশাল ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. ইলিয়াছ তাদের গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, রবিবার সকালে বাগদি এলাকায় বিএনপির নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে একত্রিত হয়েছে গোপনে সংবাদের ভিত্তিতে জানতে পেরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের মধ্যে কয়েকজন বিভিন্ন মামলায় পলাতক ছিলেন। এ ছাড়া অন্যদের বিরুদ্ধে মামলা থাকলেও তারা জামিনে রয়েছেন।
এসজি