মাগুরায় পাওনাদারের মারধরে ফল ব্যবসায়ীর মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলায় পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষের মারধরে এক ফল ব্যবসায়ীর মারা যাওয়ার অভিযোগ উঠেছে। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে রবিবার (২৯ জানুয়ারি) ভোরে তার মৃত্যু হয়। শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলায় রাজাপুর ইউনিয়নের রজপাট গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত ফল ব্যবসায়ীর নাম রতন কুমার বসু (৫০)। তিনি রাজপাট গ্রামের মৃত নির্মল কুমার বসুর ছেলে।
নিহতের ছোট ভাই বাপ্পি বসু অভিযোগ করেন, তার ভাই রতন বসু মাগুরা থেকে রনি মল্লিক নামে এক পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন প্রকার ফল কিনে স্থানীয় রাজাপুর বাজারে খুচরা বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে ব্যবসায়িক লেনদেনের কারণে রনি মল্লিকের কাছে রতন বসু লক্ষাধিক টাকার উপরে দেনা হয়ে যান। এই দেনার টাকা আদায় করতে রনি মল্লিকসহ তার লোকজন শনিবার সন্ধ্যায় রাজপাট গ্রামে রতন বসুর বাড়িতে গিয়ে তাকে মারধর করে। এ সময় তাকে অসুস্থ অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরিক অবস্থার অবনতি হলে রবিবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মহম্মদপুর থানার ওসি অশিত কুমার রায় জানান, রাজপাট গ্রামের ফল ব্যবসায়ী রতন বসু পাওনাদারের মারধরে আহত হয়ে মৃত্যুর আভিযোগ উঠেছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এসআইএইচ
