নতুন ভোটারের ভাবনা
উৎসবের আমেজে ভাসছেন তরুণ ভোটার রাকিবুল ইসলাম আশিক। কারণ এবারই তিনি প্রথম ভোট দিবেন। এ নিয়ে দারুণ খুশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের এ বাসিন্দা।
আশিক পেশায় ছাত্র। তিনি বলেন, 'বয়স কম থাকার কারণে আগে শুধু ভোট দেখেছি, দেওয়ার সুযোগ হয়নি। এবার সুযোগ হয়েছে, নিজেই পছন্দের প্রার্থীকে ভোট দেব। সে এক অন্যরকম আনন্দ। অনুভূতিটা বলে বুঝাতে পারব না।'
'সকাল ১০টায় নিজের এলাকা ৯ নম্বর ওয়ার্ডের জাল কুড়ি ভোট কেন্দ্রে ভোট দিতে যাব। আশা করি, নিজের ভোট সুন্দরভাবেই দিতে পারব। এক কথায়, প্রথম ভোট দিতে উৎসবের আমেজে আছি, আনন্দে আছি।'
আশিক বলেন, 'নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গত দুইবারের নির্বাচনে নারায়ণগঞ্জে কখনও গণ্ডগোল হয়নি। কোনো সহিংসতা হয়নি। আশাকরি এবারও হবে না। আমার মতো আরও অনেক নতুন ভোটার আছেন, এবার যারা প্রথম ভোট দেবেন।'
নতুন ভোটার আশিক বলছিলেন, 'নারায়ণগঞ্জের উন্নয়নে যার ভূমিকা সবচেয়ে বেশি মানুষ তাকেই ভোট দেবে।'
সবশেষে তিনি বলেন, এবারের ভোটে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে।
এনএইচবি/টিটি