জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী
রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত জনসভায় যোগ দিতে দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
রবিবার (২৯ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় হেলিকপ্টার করে সারদা পুলিশ একাডেমির হেলিপ্যাডে নামেন প্রধানমন্ত্রী। সেখানে পাসিং প্যারেড পরিদর্শন করবেন তিনি। পরে দুপুর আড়াইটার দিকে রাজশাহীর ফায়ার সার্ভিস মোড়ের মাদরাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে ভোর থেকেই মাদরাসা মাঠে আসতে শুরু করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন তারা। তাদের স্লোগানে-স্লোগানে মুখর রাজশাহী নগরী। সকাল ৯টার দিকে খুলে দেওয়া হয় ঐতিহাসিক মাদরাসা মাঠ। মুহূর্তে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঢলে পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল।
এদিকে জনসভাকে কেন্দ্র করে কয়েক ধাপে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এই জনসভা থেকে আগামী নির্বাচনের জন্য ভোট চাইবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রাজশাহীতে ৩২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারের পরে রাজশাহীতে আওয়ামী লীগের চতুর্থ নির্বাচনী জনসভা এটি।
প্রধানমন্ত্রী রাজশাহীতে দিনব্যাপী সফরে প্রায় ১ হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকার ২৫টি প্রকল্প উদ্বোধন করবেন। এ ছাড়া তিনি আনুমানিক ৩৭৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে আরও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
আরএ/