উদ্বোধনের অপেক্ষায় দুইটি দৃষ্টিনন্দন মডেল মসজিদ
আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধনের অপেক্ষায় কুড়িগ্রামের ফুলবাড়ী ও সদর উপজেলার দৃষ্টিনন্দন মডেল মসজিদ। ইতোমধ্যে মসজিদ দুইটির নির্মাণের সব ধরণের কাজ শেষ হয়েছে। এই দৃষ্টিনন্দন মডেল মসজিতে নামাজ আদায়ের লক্ষ্যে অধির আগ্রহে পোহড় গুনছেন মুসিল্লিরা। ফেব্রুয়ারী মাসের শেষের দিকে দৃষ্টিনন্দন মডেল মসজিদটি উদ্বোধন করা হবে বলে জানা গেছে।
মসজিদটির চারিদিকে ঘুরে দেখা গেছে, ফুলবাড়ী উপজেলা চত্বরের ৫০ গজ উত্তরে নির্মিত হয়েছে এ নয়নাভিরাম মসজিদটি। নির্মাণশৈলীতে মুগ্ধ হবেন যে কেউ। ইতিমধ্যেই উপজেলাবাসীর নজর কেড়েছে এই দৃষ্টিনন্দন মডেল মসজিদটিতে। মসজিদটিতে থাকছে বিশেষ সুবিধা।
সুবিধাগুলো হচ্ছে -মসজিদে হজযাত্রীদের প্রশিক্ষণসহ পবিত্র হজ পালনের জন্য ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা, নারী ও পুরুষের পৃথক অজু ও নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, ইসলামিক লাইব্রেরী, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কোরআন হেফজখানা, শিশু ও গণশিক্ষা ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা।
চারতলা বিশিষ্ট মসজিদে এক সঙ্গে এক হাজার ২০০ জন নামাজ আদায় করতে পারবেন। আর তিন তলা বিশিষ্ট মডেল মসজিদে একত্রে ৯০০ জনের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। এছাড়াও সুদৃশ্য সাড়ে ৯ তলাবিশিষ্ট মিনাটি সবার নজর কেড়েছে। সেই সাথে রয়েছে নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড রুম। রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। এই মডেল মসজিদ নির্মাণ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নির্মাণাধীন মডেল মসজিদের ভৌত অবকাঠামো বাস্তবায়িত হচ্ছে। বাস্তবায়নকারী সংস্থা ইসলামিক ফাউন্ডেশন। দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করছেন সাজিন কন্সট্রাকশন লিঃ এ্যান্ড বাবর এ্যাসোসিয়েটস (জেভি) নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ফুলবাড়ী উপজেলার মডেল মসজিদটি ২০১৯ সালের জুলাইয়ের দিকে ১১ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ১০৬ টাকা ব্যয়ে নির্মান কাজ শুরু করেছে। তিনতলা এ মসজিদটির নিচতলা ১৭ হাজার বর্গফুট, ১ম তলা ৯ হাজার ৮০০ বর্গফুট ও দ্বিতীয় তলা ৯ হাজার ৮০০ বর্গফুট।
ক্রমান্বয়ে সারাদেশে ৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণ করার কথা রয়েছে। এসব মসজিদ নির্মাণে ব্যয় হবে ৮ হাজার ৭২২ কোটি টাকা। এর আগে ২০২১ সালের ১০ জুন সারা দেশে এক যোগে মোট ৫৬৪ টির মধ্যে প্রধানমন্ত্রী প্রথম ধাপে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন। গত সোমবার প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুলালি যুক্ত হয়ে দ্বিতীয় ধাপেও আরও সারা দেশে জেলা ও উপজেলায় ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কুতিক কেন্দ্রের শুভ উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় বাসিন্দা সামচুল হক মাষ্টার ও এমদাদুল হক মিলন জানান, আমরা উপজেলাবাসী এই প্রথম আধুনিক ও দৃষ্টিনন্দন মডেল মসজিদে নামাজ আদায়ের জন্য অপেক্ষার প্রহর গুনছি। মসজিদটি এক নজর দেখে মনটা জুড়িয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের মতো আমাদের উপজেলায় এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করে দেওয়ায় এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্বাধীনতার আগে-পড়ে অনেক সরকার আসলেও কোন সরকার এভাবে কোটি কোটি টাকা ব্যায়ে এতো বড় মসজিদ নির্মান করেনি। শেখের ব্যাটি বলে এই তিনি পেয়েছেন।
আমরা এই সরকারের দীর্ঘায়ু কামনা করছি। ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর-রশিদ জানান, ইতোমধ্যেই এই মডেল মসজিদটি নির্মান কাজ শেষ হয়েছে। আমরা ফুলবাড়ীবাসী এই দৃষ্টিনন্দন মডেল মসজিদে নামাজ পড়তে অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। এ মসজিদটি পর্যটন শিল্পেও অনেক গুরুত্ব বহন করবে বলে তিনি মনে করেন। সেই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে দেশের মানুষের কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলাতে কোটি কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন মডেল মসজিদ জেলাও উপজেলাবাসীকে উপহার দিয়েছেন। আমরা এই সফল প্রধানমন্ত্রীর উত্তর উত্তর সাফল্য কামনা করছি। মডেল মসজিদের ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আরিফুল রহমান জানান, ইতোমধ্যেই ফুলবাড়ী উপজেলার দৃষ্টিনন্দন মডেল মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়েছে।
এছাড়াও মসজিদ ব্যবস্থাপনা কমিটির সিধান্তে ইতোমধ্যেই মসজিদটি পরিচালনার জন্য একজন পেশ ইমাম কাম খতিম, একজন মুয়াজ্জিন ও দুইজন খাদেম নেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আশাকরি ফেব্রুয়ারি মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের তারিখটি এখনো জানা যায়নি। আশাকরছি খুব অল্প সময়ের মধ্যে মসজিদটির উদ্ধোধন অনুষ্ঠিত হবে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস জানান, ইতিমধ্যেই উপজেলার মডেল ও দৃষ্টিনন্দন মসজিদটির নির্মান কাজ শেষ হয়েছে। আশাকরি ফেব্রুয়ারীর শেষের দিকে মাননীয় প্রধানমন্ত্রী ফুলবাড়ী উপজেলার মডেল মসজিদসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নির্মানধীন মসজিদ গুলো তৃতীয় ধাপে আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করবে বলে জানান।
কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকোশলী আরিফুর জামান খন্দকার জানান, গণপূর্ত-এর অধীনে মডেল মসজিদটি নির্মাণ করছেন সাজিন কন্সট্রাকশন লিঃ এ্যান্ড বাবর এ্যাসোসিয়েটস (জেভি) নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ইতিমধ্যেই ফুলবাড়ী মডেল মসজিদের কাজ শেষ হয়েছে।
আশা করি ফেব্রুয়ারী মাসে প্রথমবারের মতো জেলার ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর উপজেলার দুইটি মডেল মসজিদ তৃতীয় ধাপে উদ্বোধনের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন মডেল মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এছাড়াও ভুরুঙ্গামারী উপজেলা বাদে জেলার বিভিন্ন উপজেলায় ৮ টি মডেল মসজিদের নির্মান কাজ চলমান আছে।
এএজেড