২ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বরগুনায় বিশেষ অভিযান চালিয়েছে বরগুনা মৎস্য বিভাগ। সোমবার (২৩ জানুয়ারি) দ্বিতীয় ধাপের অভিযানে ২ লাখ টাকার অবৈধ জাল জব্দ করে তারা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বরগুনা সদরের সিনিয়র মৎস্য কমকর্তা শহীদুল ইসলাম বলেন, সোমবার দুপুরে বরগুনা সদরের গোলবুনিয়া এলাকার পায়রা নদী থেকে ২ লাখ টাকা মূল্যের একটি অবৈধ বেহুন্দি ও একটি খুটা জাল জব্দ করে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, এ বছর বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে এখন পর্যন্ত ৫টি বেহেন্দি জালসহ বিভিন্ন প্রকার প্রায় ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া ৫ জনকে জেল-জরিমানা করা হয়েছে। ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের পোনা রক্ষায় মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর সব ধরনের অবৈধ জাল অপসারণে অভিযান অব্যাহত থাকবে।
এসজি
