পটুয়াখালীতে ১৫০০ ইয়াবাসহ আটক ১

পটুয়াখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ মো. জসিম উদ্দিন (২৯) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে দুমকি থানা গেট এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত জসিম উদ্দিন দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিসা গ্রামের দেলোয়ার হোসেন ফকিরের ছেলে।
রবিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আহমদ মাঈনুল হাসান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুমকি থানা গেট এলাকার জিহাদ মেশিনারির দোকানের সামনের সড়ক থেকে মো. জসিম উদ্দিনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা একটি বিস্কুটের প্যাকেটের ভেতর থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, আটককৃত জসিমের বিরুদ্ধে দুমকি থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।
এসজি
