স্কুলের ৮০ বছর পূর্তিতে শিক্ষক-শিক্ষার্থীর মিলন মেলা
বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে নতুন-পুরাতন সকল শিক্ষক-শিক্ষার্থীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তৈরি করা হয়েছে বিশাল এক মঞ্চ। আলোকসজ্জায় সেজেছে পুরো বিদ্যালয়। বাইরে নির্মাণ হয়েছে তোরণ। স্কুল মাঠে হাজারো নতুন-পুরাতন শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলা। উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। কনসার্টে গান পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
হ্যা এতো সব আয়োজন বরগুনার পাথরঘাটা উপজেলার ঐতিহ্যবাহী কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়।
কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ফারজানা সবুর রুমকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আয়োজকরা জানান, বিদ্যালয়ের ১৯৪৯ সাল থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে মূলত এই আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকতা, আইনজীবী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, দেশের গুরুত্বপূর্ণ মিডিয়াসহ দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
সরেজমিনে দেখা যায়, দিনব্যাপী আয়োজনের কোন কমতি নেই। সাজসাজ রবে পুকুর, ভবনে মোড়ানো বিভিন্ন রংয়ের বাতি। মাঠজুড়ে নতুন ও পুরাতন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলন মেলা। এর মধ্যেই সন্ধ্যায় কনসার্টে গান পরিবেশের মধ্যে দিয়ে এ আনন্দের সঙ্গে যুক্ত হয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে দক্ষিণ অঞ্চলে এই প্রথম শিল্পী মমতাজের আগমন। পুরো এলাকার জুড়েই আনন্দের জোয়ার।
অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের মধ্যে অতিরিক্ত কর কমিশনার গোলাম কবির খান, সিভিল এভিয়েশনের ডিরেক্টর মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ বিলবোর্ড এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, চ্যানেল আইয়ের এসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম, ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু, এলাকার পুত্রবধূ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা সহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এএজেড