৭.৩ ডিগ্রীতে কাঁপছে কুড়িগ্রাম, জনজীবন বিপর্যস্ত

দেশের উত্তরের জনপদ কুড়িগ্রাম। এই জেলার উপর দিয়ে বয়ে যাওয়া হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় চরম কষ্টে দিন পাড় করছেন নিম্ন আয়ের মানুষেরা। আজ বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এদিকে জেলায় টানা ১১ দিন ধরে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহের কারণে ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় গরম কাপড়ের অভাবে কষ্টে দিন পাড় করছেন অতি দরিদ্র পরিবারের মানুষেরা। অনেকে আবার খড়-কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্ঠা করছেন। উচ্চবিত্তরা প্রচণ্ড ঠান্ডা মোকাবেলা করতে পারলেও কষ্টে আছেন নিম্ন মধ্যবিত্তরা।
অন্যদিকে তীব্র ঠান্ডায় হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে অধিকাংশ রোগী শিশু ও বয়স্ক।
এ ব্যাপারে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া জানান, বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় কুড়িগ্রাম জেলাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা ১০ দিন থেকে মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও আজ বুধবার মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছে। আগামী এক সপ্তাহ জেলাজুড়ে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ থাকবে বলেও জানান তিনি।
এসআইএইচ
