শার্শা সীমান্তে ৬৩ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলার অগ্রভুলাট সীমান্ত থেকে ৭ কেজি ৩৩৭ গ্রাম ওজনের ৬৩ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় বিজিবি সদস্যরা আব্দুর রাজ্জাক (৪৮) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করে। উদ্ধার করা স্বর্ণের মূল্য ৫ কোটি ৯০ লাখ টাকা বলে জানা গেছে।
বিজিবি জানায়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় শার্শার অগ্রভুলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে-এমন ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল অগ্রভুলোট সীমান্তে অভিযান চালিয়ে সীমান্তগামী একটি মোটরসাইকেল জব্দ করে। পরে তার মোটরসাইকেল খুলে তেলের ট্যাংকের ভেতরে লুকানো অবস্থায় ৭ কেজি ৩৩৭ গ্রাম ওজনের ৬৩ পিস স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক স্বর্ণ পাচারকারী বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের মৃত শমসের সর্দারের ছেলে।
এ ব্যাপারে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, শার্শার অগ্রভূলাট সীমান্ত পথে বড় ধরনের একটি স্বর্ণের চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে-এমন গোপন সংবাদ পেয়ে অগ্রভুলোট সীমান্তে সন্দেহভাজন আ. রাজ্জাক নামের এক ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকের ভেতর থেকে ৬৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক স্বর্ণসহ পাচার আইনে মামলা করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
এসআইএইচ
