শরীয়তপুরে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত ৬

শরীয়তপুরের জাজিরা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রোগী জাহানারা বেগম (৫৫) ও তার মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০),স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), গাড়িচালক রবিউল ইসলাম (২৯), হেলপার জিলানী (২৮), গাড়ির হেলপার রবিউল ইসলাম (২৬) ও সাংবাদিক মাসুদ রানা (৩০)।
শিবচর হাইওয়ে থানা পুলিশ ও জাজিরা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এন এন নুর আলম অ্যাম্বুলেন্স সার্ভিস নামের একটি অ্যাম্বুলেন্স বরিশাল থেকে রোগী নিয়ে ঢাকায় যাচ্ছিল। এরইমধ্যে একটি ট্রাকও ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে কুয়াশার মধ্যে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নাওডোবা এলাকায় চলন্ত অবস্থায় ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটি। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা ক্যান্সার রোগী জাহানারা বেগম ও তার মেয়ে লুৎফুন নাহার লিমা, স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি, গাড়িচালক রবিউল ইসলাম, হেলপার জিলানী ও মাসুদ রানাসহ ছয়জন নিহত হয়। মাসুদ রানা দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো চিফ। পরে নিহতদের মরদেহ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার এনামুল হক সুমন বলেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এমন খবরে সেখানে উপস্থিত হয়ে দেখি ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা ছয়জন নিহত হয়েছেন। পরে সেখান থেকে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও ট্রাক নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। আর লাশগুলো জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।
এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার ওসি আবু নাঈম মোহাম্মদ মোয়াজ্জেম হক বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণ থানা পুলিশকে সঙ্গে নিয়ে নিহতদের লাশ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেই। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও ট্রাক আমাদের হেফাজতে রয়েছে।
এসআইএইচ
