জুতার ভেতর থেকে উদ্ধার হলো ১ কেজি সোনা

এবার জুতার মধ্যে মিলল ১০ টি সোনার বার। যার ওজন ১ কেজি ১৬৪ গ্রাম। বর্তমান বাজার দরে প্রায় কোটি টাকার এই সোনার বারগুলো চুয়াডাঙ্গার নাস্তিপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছিল। আজ সোমবার বেলা ১০ টার দিকে দর্শনা থানার নাস্তিপুর গ্রামের কবরস্থানের পাশে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এই সোনারবারগুলো জব্দ করে বিজিবি।
আটক করে পাচারকারী রিমন হোসেন (২০) কে। সে নাস্তিপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। অভিযানে থাকা বিজিবির বাড়াদি ক্যাম্পের হাবিলদার জুলহাস বলেন, 'গোপন সংবাদে খবর পেয়ে অধিনায়ক স্যারের নির্দেশে নাস্তিপুর গ্রামের কবরস্থানের কাছে অবস্থান নিই। এরপর দর্শনা থেকে আসা একটি ইজিবাইককে চ্যালেঞ্জ করি। ইজিবাইকের যাত্রী রিমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করি। এ সময় রিমনের পায়ের দুই জুতা (কেডস) এর মধ্য থেকে ১০ পিচ সোনার বার জব্দ করি'।
বিজিবি সোনার বারগুলোর মুল্য নির্ধারন করেছে ৯৫ লাখ ৩৫ হাজার ৫৭৬ টাকা। সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হয়েছে। আটক পাচারকারীকে দর্শনা থানায় সোপর্দ করেছে। বিজিবি বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছে।
বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে.কর্নেল শাহ্ মোহাম্মদ ঈশতিয়াক পিএসসি বলেন, 'স্বর্ন পাচারকারীদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে'।
এএজেড
