শ্বশুর বাড়ির দাওয়াতে এসে ডাকাত সর্দার গ্রেপ্তার

বরগুনার তালতলীতে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে এসে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সিদ্দিকুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এই ডাকাত সর্দারের হামলায় পুলিশের দুইজন সদস্য আহত হয়।
শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু। এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার শরিকলি ইউনিয়নের বাদুরগাছা এলাকায় সিদ্দিকুরের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তালতলী থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া সিদ্দিকুর রহমান ভূঁইয়া বামনা উপজেলার সোনাখালী এলাকার ইমাদুল হক ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সিদ্দিকুর রহমান ভূঁইয়া তালতলীর বাদুরগাছা এলাকায় শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে আসে। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে শ্বশুর আবু বকর ফকিরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপর হামলা করে সিদ্দিকুর। হামলায় দুই উপ-পুলিশ পরিদর্শক কামাল ও রায়হান আহত হলেও পুলিশ সদস্যরা তাকে ধরতে সক্ষম হয়।
আহত উপ-পুলিশ পরিদর্শক কামালের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর উপ-পুলিশ পরিদর্শক রায়হানকে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, দুর্ধর্ষ ডাকাত সিদ্দিকুর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিল। শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে আসার তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। এ সময় আমাদের দুই অফিসার আহত হয়েছেন। আন্তঃজেলা এই ডাকাত সর্দারের নামে একাধিক থানায় ডাকাতির মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এসআইএইচ
