কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২
কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১টায় মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, গতকাল রাত ১২টায় মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের বোরার চর, পুটিয়াজুরি, বাখরাবাদ ও পালাসুতা গ্রামে মাহফিলের মাইকে ঘোষণা করা হয় বিভিন্ন এলাকায় ডাকাতদের উপস্থিতি দেখা গেছে। এর পর থেকেই গ্রামবাসী এক হয়ে রাস্তা ও বাড়িঘরে পাহারা দেওয়ার সময় ডাকাত সন্দেহে তিনজনকে ধাওয়া করা হয়। এ সময় পালাসুতা গ্রামের নাবু মিয়ার বাড়িতে আশ্রয় নেওয়া তিনজনকে গণপিটুনি দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ পাঠানো হয় অপর দুইজনকে। সেখানে নেওয়ার পর রাতে আরও একজনের মৃত্যু হয়।
গণপিটুনিতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার। তিনি জানান, আহত একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এসআইএইচ