রান্নাঘর থেকে ৬ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় একটি বাড়ির রান্নাঘর থেকে ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে অবমুক্ত করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন পাথরঘাটা বন বিভাগের টেংরা বিট কর্মকর্তা মনির হোসেন।
বিট কর্মকর্তা জানান, বুধবার দুপুরে পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের বাবুল মুন্সির বাড়ির রান্না ঘরে একটি অজগর সাপ দেখে বনবিভাগে খবর দেয় স্থানীয়রা। বনবিভাগের লোকজন সেখানে গিয়ে ৬ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে। পরে সন্ধ্যার দিকে হরিনঘাটা বনে সাপটি অবমুক্ত করা হয়।
এ ব্যাপারে টেংরা বিট কর্মকর্তা মনির হোসেন বলেন, স্থানীয় মানুষ সচেতন হওয়ায় অজগরটি কেউ আঘাত করেনি। স্থানীয়দের সহায়তায় অজগরটিকে উদ্ধার করে হরিনঘাটা বনে অবমুক্ত করেছি আমরা। ধারণা করা হচ্ছে ভুলক্রমে হরিণঘাটা বন থেকে এটি পার্শ্ববর্তী গ্রামে চলে এসেছিল।
এসআইএইচ
