কাদার মধ্যে মিলল ২ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণ

ভারতে পাচারকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে বিজিবির একটি অভিযানিক দল স্বর্ণের এ চালানটি জব্দ করে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন খবরে তারা জানতে পারেন বেনাপোলের দৌলতপুর সীমান্তের ইছামতি নদীর পাড়ে কাদার মধ্যে স্বর্ণের বড় একটি চালান লুকানো আছে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল সেখানে তল্লাশি চালিয়ে পলিথিন ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় কাদার মধ্যে পুঁতে রাখা ছোট-বড় ৬টি স্বর্ণের বার জব্দ করে। স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশে সেখানে কাদার মধ্যে পুঁতে রাখা হয়েছিল। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।
এসময় বিজিবি কোনো পাচারকারীকে আটক করতে পারেননি বলে জানান তিনি।
এসজি
