রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

কঠোর নিরাপত্তায় সীমান্তে মাজার জিয়ারত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে প্রতি বছরের ন্যায় এ বছরও কট্টর নিরাপত্তার মধ্য দিয়ে দরবেশ কছিম উদ্দিনের মাজার জিয়ারত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ও সীমান্তে গিয়ে দেখা গেছে, মাজার জিয়ারত উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা কাঁটাতারের বাহিরে ভারতের অংশে বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ৫০ গজের ভিতরে সশস্ত্র অবস্থান নিয়েছে।

এছাড়াও ভারতীয় অংশে বিএসএফের বিশেষ কমান্ড বাহিনীসহ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের শতশত সদস্য ভারি অস্ত্র নিয়ে টহল দিতে দেখা গেছে। অপরদিকে বাংলাদেশ অংশে লালমনিরহাট ১৫ বিজিবির সদস্যরাও টহল জোড়দার করে সীমান্তে অবস্থান করছেন। এ অবস্থায় সীমান্তে বসবাসকারী বাংলাদেশিরা প্রয়োজন ছাড়া বাড়ী থেকে বেড় হচ্ছেন না।

সীমান্তবাসী সুত্রে জানা গেছে, ফুলবাড়ী সদর ইউনিয়নের নাখারজান সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার সাহেবগন্জ থানার মনাইটারি সেউটি-২ এলাকার আন্তজার্তিক মেইন পিলার নংর৯৪১ এর সাব পিলার ১ এসের থেকে ৫ এসের নিকট জিরো লাইনে প্রায় ২০০ বছর পূর্বে আরব দেশ থেকে আসা দরবেশ কছিম উদ্দিন এ এলাকায় ইসলাম ধর্ম প্রচারের জন্য আস্তানা গড়ে তোলেন। সেখানেই তিনি মৃত্যু বরণ করলে তাকে সেখানে কবরস্থ করা হয়।

তার মৃত্যুর পর সীমান্তের দুই পাড়ের লোকজন প্রতিবছর ১০ জনুয়ারী তার মৃত্যু দিবস উপলক্ষে ওরশ মোবারকের সঙ্গে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপলক্ষে বিশাল লোক সমাবেশ করে আসছিল। এখানে বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকার বসবাসকারীরা তাদের যৌথ আয়োজনে ওরশটি করে থাকে। এ অনুষ্ঠানের জন্য বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে।

মূলত ধর্মীয় দৃষ্ঠি কোনের মধ্যদিয়ে দুই দেশের আত্মীয় স্বজনের মহামিলনে পরিনত হয় অনুষ্ঠানটি। কিন্তু সীমান্ত এলাকাটির মধ্যে দরবেশ কছিম উদ্দিনের মাজার থাকায় এবং এটি ভারতীয় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রনে হওয়ায় অনুমতি না থাকার কারণে বিএসএফ ওই ওরশ মোবারক ধর্মীয় অনুষ্ঠানের ওপর বিধিনিষেধ আরোপ করে।

৮ জানুয়ারীর গভীর রাতে বিএসএফ ভারতীয় লোকজনের সহায়তায় দরবেশের মাজার নিয়ন্ত্রনে নিয়ে ছোট আকারে কাটাঁতারে বেড়া পেছিয়ে সবুজ রঙ্গের কাপড় দিয়ে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর বিএসএফ সীমান্তের জিরো পয়েন্ট থেকে ৫০ গজের ভেতর ভারি অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরী করে টহল জোরদার করে। যাহা সীমান্তবাসীদের মধ্যে আতংকের সৃষ্টি করেছে।

এছাড়াও ভারতীয় অংশের ভোনাতপুর, সেউটি-২, বশকোঠাল, শুকারুরকুটি, ধাপরারহাট, কুর্শারহাট পর্যন্ত এলাকায় বিএসএফসহ কমান্ড বাহিনী ও পশ্চিমবঙ্গ পুলিশের শতশত সদস্য সশস্ত্র অবস্থায় টহল দিতে দেখা যায়। অন্যদিকে বাংলাদেশ অংশে বিজিবি সশস্ত্র অবস্থায় সতর্ক পাহারা দিতে দেখা যায়।

সীমান্তে ভারতীয় নাগরিক আশরাফুল আলম ও শাহিন আলমনজানান, তারা বাপ দাদার আমল থেকে এই ধর্মীয় অনুষ্ঠান করে আসছিলেন। আজ থেকে ১০/ ১২ বছর আগে মাজার জিয়ারত করতে দুই দেশের হাজার হাজার মানুষে ঢলে মুখরিত ছিল মাজার প্রাঙ্গণ। সেই এক মিলন মেলায় পরিনিত হয়েছে। কিন্ত আইনি জটিলতার কারণে দুই দেশের মানুষের মাঝে মিলন মেলার দৃশ্যটি আর নেই।

আমরা চেয়েছিলাম দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে যদি এটি হতো তাহলে সীমান্তের নিকট যাদের আত্মীয় স্বজন রয়েছে তারা অনায়সে তাদের ভাবের বিনিময় করতে পারতো। ওরশে এসে দরবেশের মাজারে দোয়া ও মিলাদ পড়তে পারতেন। ১০-১২ বছর ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুধুমাত্র ভারতীয় ভক্তের জন্য মাজার জিয়ারতের অনুমিত দিয়েছেন। সে থেকেই আজ অবদি ভারতীয়রাই মাজার জিয়ারত করে আসছে।

নাকারজান এলাকার বাংলাদেশি নাগরিক আশকারুল ইসলাম ও তাজউদ্দীন বলেন, রাতের অন্ধকারে সেউটি-২ ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট থেকে মাত্র ৫০ গজের ভেতর দরবেশ কছিম উদ্দিনের মাজারটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে। তাছাড়াও বিএসএফ জিরো লাইনে সশস্ত্র অবস্থায় টহল জোরদার করায় সীমান্তে বসবাসকারী মানুষদের মাঝে আতংকের সৃষ্টি করেছে।

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট ক্যাম্পের নায়েক সুবেদার নুরুল হক জানান, কোন বাংলাদেশি ভক্ত যাতে ভারতে গিয়ে মাজার জিয়ারত করতে না পারে সেজন্য মঙ্গলবার ভোর রাত থেকে মাজার এলাকায় বিজিবির টহল জোড়দার করা হয়েছে। অনুষ্ঠান শেষ না হওয়ায় পর্যন্ত সার্বক্ষণিক বিজিবির টহল অব্যাহত থাকবে।
এএজেড

Header Ad

আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ছবি: সংগৃহীত

গাজীপুরে পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) রাতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকালে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনার পরপরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাতে এ ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম, সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোন্দকার মাহমুদুল হাসান, এজিএম মো. তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া শাখাওয়াত হোসেন ও আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

এর আগে, শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে একটি পিকনিকের বাসে বিদ্যুৎস্পর্শে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর ৩ শিক্ষার্থী নিহত হন।

এদিকে এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষে তিন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Header Ad

বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ আজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে আজ। এতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক নানা দিক নিয়ে আলোচনা করা হবে।

রোববার (২৪ ন‌ভেম্বর) রাষ্ট্রীয় অতি‌থি ভবন পদ্মায় বাংলাদেশ-বেল‌জিয়ামের মধ্যে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

এতে বাংলা‌দে‌শের প‌ক্ষে অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম ও বেলজিয়াম সরকারের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিকবিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত জেরোএন কুরম্যান নেতৃত্ব দে‌বেন।

এরইমধ্যে আজ ভোরে কুরম্যান তার প্রতি‌নি‌ধিদল নিয়ে ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে।

এর আগে, বৃহস্প‌তিবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মো. তৌফিক হাসান জানান, সংলাপে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি ইইউ-বাংলাদেশ সম্পর্ক এবং বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে।

Header Ad

রাজধানীতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭

ফাইল ছবি

রাজধানীর মিরপুরের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ সাত জন দগ্ধ হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধরা হলেন—আব্দুল খলিল (৪০), মোছাম্মদ রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), স্বপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)।

তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেন, মিরপুর থেকে আসা দগ্ধ সাত জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আব্দুল খলিলের শরীরের ৯৫ শতাংশ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ এবং মোহাম্মদের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ আজ
রাজধানীতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭
জোড়া উইকেট হারিয়ে দিন শেষ করলো বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই
এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ
আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই : উপদেষ্টা নাহিদ
দুই দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস
নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন, সাবধান হন : তারেক রহমান
গোপনে দুইজনকে বিয়ে, কাউকেই অধিকার বঞ্চিত করেননি জান্নাতুল
শহীদ আব্দুল্লাহর বাড়িতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন
বিরামপুরে আদিবাসী নারীর লাশ উদ্ধার
বিএনপির কাঁধে অনেক দ্বায়িত্ব: তারেক রহমান
'জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত'- তোফায়েল আহমেদ
৩ মাসে জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা
জুটি বাধলেন মিঠুন চক্রবর্তী-আফসানা মিমি
দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই : তারেক রহমান
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা
অক্টোবরে সড়কে প্রাণ গেছে ৪৭৫ জনের