সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

কঠোর নিরাপত্তায় সীমান্তে মাজার জিয়ারত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে প্রতি বছরের ন্যায় এ বছরও কট্টর নিরাপত্তার মধ্য দিয়ে দরবেশ কছিম উদ্দিনের মাজার জিয়ারত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ও সীমান্তে গিয়ে দেখা গেছে, মাজার জিয়ারত উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা কাঁটাতারের বাহিরে ভারতের অংশে বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ৫০ গজের ভিতরে সশস্ত্র অবস্থান নিয়েছে।

এছাড়াও ভারতীয় অংশে বিএসএফের বিশেষ কমান্ড বাহিনীসহ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের শতশত সদস্য ভারি অস্ত্র নিয়ে টহল দিতে দেখা গেছে। অপরদিকে বাংলাদেশ অংশে লালমনিরহাট ১৫ বিজিবির সদস্যরাও টহল জোড়দার করে সীমান্তে অবস্থান করছেন। এ অবস্থায় সীমান্তে বসবাসকারী বাংলাদেশিরা প্রয়োজন ছাড়া বাড়ী থেকে বেড় হচ্ছেন না।

সীমান্তবাসী সুত্রে জানা গেছে, ফুলবাড়ী সদর ইউনিয়নের নাখারজান সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার সাহেবগন্জ থানার মনাইটারি সেউটি-২ এলাকার আন্তজার্তিক মেইন পিলার নংর৯৪১ এর সাব পিলার ১ এসের থেকে ৫ এসের নিকট জিরো লাইনে প্রায় ২০০ বছর পূর্বে আরব দেশ থেকে আসা দরবেশ কছিম উদ্দিন এ এলাকায় ইসলাম ধর্ম প্রচারের জন্য আস্তানা গড়ে তোলেন। সেখানেই তিনি মৃত্যু বরণ করলে তাকে সেখানে কবরস্থ করা হয়।

তার মৃত্যুর পর সীমান্তের দুই পাড়ের লোকজন প্রতিবছর ১০ জনুয়ারী তার মৃত্যু দিবস উপলক্ষে ওরশ মোবারকের সঙ্গে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপলক্ষে বিশাল লোক সমাবেশ করে আসছিল। এখানে বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকার বসবাসকারীরা তাদের যৌথ আয়োজনে ওরশটি করে থাকে। এ অনুষ্ঠানের জন্য বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে।

মূলত ধর্মীয় দৃষ্ঠি কোনের মধ্যদিয়ে দুই দেশের আত্মীয় স্বজনের মহামিলনে পরিনত হয় অনুষ্ঠানটি। কিন্তু সীমান্ত এলাকাটির মধ্যে দরবেশ কছিম উদ্দিনের মাজার থাকায় এবং এটি ভারতীয় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রনে হওয়ায় অনুমতি না থাকার কারণে বিএসএফ ওই ওরশ মোবারক ধর্মীয় অনুষ্ঠানের ওপর বিধিনিষেধ আরোপ করে।

৮ জানুয়ারীর গভীর রাতে বিএসএফ ভারতীয় লোকজনের সহায়তায় দরবেশের মাজার নিয়ন্ত্রনে নিয়ে ছোট আকারে কাটাঁতারে বেড়া পেছিয়ে সবুজ রঙ্গের কাপড় দিয়ে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর বিএসএফ সীমান্তের জিরো পয়েন্ট থেকে ৫০ গজের ভেতর ভারি অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরী করে টহল জোরদার করে। যাহা সীমান্তবাসীদের মধ্যে আতংকের সৃষ্টি করেছে।

এছাড়াও ভারতীয় অংশের ভোনাতপুর, সেউটি-২, বশকোঠাল, শুকারুরকুটি, ধাপরারহাট, কুর্শারহাট পর্যন্ত এলাকায় বিএসএফসহ কমান্ড বাহিনী ও পশ্চিমবঙ্গ পুলিশের শতশত সদস্য সশস্ত্র অবস্থায় টহল দিতে দেখা যায়। অন্যদিকে বাংলাদেশ অংশে বিজিবি সশস্ত্র অবস্থায় সতর্ক পাহারা দিতে দেখা যায়।

সীমান্তে ভারতীয় নাগরিক আশরাফুল আলম ও শাহিন আলমনজানান, তারা বাপ দাদার আমল থেকে এই ধর্মীয় অনুষ্ঠান করে আসছিলেন। আজ থেকে ১০/ ১২ বছর আগে মাজার জিয়ারত করতে দুই দেশের হাজার হাজার মানুষে ঢলে মুখরিত ছিল মাজার প্রাঙ্গণ। সেই এক মিলন মেলায় পরিনিত হয়েছে। কিন্ত আইনি জটিলতার কারণে দুই দেশের মানুষের মাঝে মিলন মেলার দৃশ্যটি আর নেই।

আমরা চেয়েছিলাম দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে যদি এটি হতো তাহলে সীমান্তের নিকট যাদের আত্মীয় স্বজন রয়েছে তারা অনায়সে তাদের ভাবের বিনিময় করতে পারতো। ওরশে এসে দরবেশের মাজারে দোয়া ও মিলাদ পড়তে পারতেন। ১০-১২ বছর ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুধুমাত্র ভারতীয় ভক্তের জন্য মাজার জিয়ারতের অনুমিত দিয়েছেন। সে থেকেই আজ অবদি ভারতীয়রাই মাজার জিয়ারত করে আসছে।

নাকারজান এলাকার বাংলাদেশি নাগরিক আশকারুল ইসলাম ও তাজউদ্দীন বলেন, রাতের অন্ধকারে সেউটি-২ ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট থেকে মাত্র ৫০ গজের ভেতর দরবেশ কছিম উদ্দিনের মাজারটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে। তাছাড়াও বিএসএফ জিরো লাইনে সশস্ত্র অবস্থায় টহল জোরদার করায় সীমান্তে বসবাসকারী মানুষদের মাঝে আতংকের সৃষ্টি করেছে।

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট ক্যাম্পের নায়েক সুবেদার নুরুল হক জানান, কোন বাংলাদেশি ভক্ত যাতে ভারতে গিয়ে মাজার জিয়ারত করতে না পারে সেজন্য মঙ্গলবার ভোর রাত থেকে মাজার এলাকায় বিজিবির টহল জোড়দার করা হয়েছে। অনুষ্ঠান শেষ না হওয়ায় পর্যন্ত সার্বক্ষণিক বিজিবির টহল অব্যাহত থাকবে।
এএজেড

Header Ad
Header Ad

পরমাণু কর্মসূচি থেকে না সরার ঘোষণা ইরানের

ছবি: সংগৃহীত

ইরান তার পরমাণু কর্মসূচি থেকে একচুলও সরছে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সাফ জানিয়ে দিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরানের জন্য একটি ‘লাল রেখা’। যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনাতেও এই অবস্থান থেকে কোনোভাবেই সরে আসা হবে না।

রবিবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের এক বৈঠকে এই মন্তব্য করেন ঘারিবাবাদি। বৈঠকে তিনি ইতালির রোমে তেহরান-ওয়াশিংটনের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা সম্পর্কে আইনপ্রণেতাদের বিস্তারিত অবহিত করেন।

কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই জানিয়েছেন, ঘারিবাবাদি আলোচনার মূল বিষয়গুলো তুলে ধরেছেন। বৈঠকে তিনি পুনরায় জোর দিয়ে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং দেশটির পরমাণু কার্যক্রম সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

ঘারিবাবাদি আরও বলেন, আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল ইরানের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা—বিশেষ করে মার্কিন কংগ্রেসের আইন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ। ইরান চায়, এসব নিষেধাজ্ঞা যেন সম্পূর্ণরূপে এবং কার্যকরভাবে প্রত্যাহার করা হয়। শুধুমাত্র প্রতীকীভাবে নয়, বরং ইরানি জনগণের জন্য বাস্তব অর্থনৈতিক সুফল নিশ্চিত করতে হবে।

সূত্র: প্রেস টিভি

Header Ad
Header Ad

পর্যটকদের ভ্যাটের অর্থ ফেরত দেবে সৌদি সরকার

ছবি: সংগৃহীত

পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। এখন থেকে সৌদিতে অবস্থানকালে পণ্য ও সেবার উপর পরিশোধিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দেশে ফেরার সময় ফেরত পাবেন পর্যটকরা। সংশ্লিষ্ট ভ্যাট বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী এনে এই নিয়ম গত ১৮ এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানগুলো পর্যটকদের জন্য প্রদত্ত উপযুক্ত পণ্য ও সেবার উপর শূন্য শতাংশ হারে ভ্যাট আরোপ করবে এবং সৌদি আরব ত্যাগের সময় পরিশোধিত ভ্যাটের অর্থ ফেরত দেবে। এতে পর্যটকদের ভ্রমণ ব্যয় হ্রাস পাবে এবং সৌদির পর্যটন খাত আরও চাঙা হবে বলে আশা করা হচ্ছে।

সৌদি আরবের জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ (জেডএটিসিএ) জানিয়েছে, কর ফেরতের পুরো প্রক্রিয়া পরিচালনার জন্য এক বা একাধিক অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে। এসব প্রতিষ্ঠান পর্যটকদের পক্ষে কর ফেরতের আবেদন এবং তা কার্যকর করবে। তবে নিয়ম লঙ্ঘন বা অনিয়ম হলে, পর্যটক ও সেবাদাতা—উভয়ই ফেরত নেওয়া অর্থের জন্য যৌথভাবে দায়ী হবেন।

জিসিসিভুক্ত (গালফ কো-অপারেশন কাউন্সিল) দেশগুলোর পর্যটকরাও এই কর ছাড়ের সুবিধা পাবেন। তবে এই সুবিধা চলমান থাকবে যতদিন না পর্যন্ত ইলেকট্রনিক সার্ভিস আইন কার্যকর হয়। জেডএটিসিএ’র গভর্নর এই কর ফেরতের প্রক্রিয়া ও নিয়মাবলি নির্ধারণ করবেন।

নিয়মাবলির মধ্যে থাকবে—পর্যটকদের কর ফেরতের ধাপসমূহ, পর্যটক হিসেবে স্বীকৃতি পাওয়ার শর্ত, কোন পণ্য এই সুবিধার আওতায় আসবে, ন্যূনতম ক্রয়মূল্য, কোন বিক্রেতারা সুবিধা দিতে পারবেন এবং কর ফেরতের আবেদন পদ্ধতি।

অন্যদিকে, সংশোধিত ভ্যাট বিধিমালায় বলা হয়েছে, যদি কোনো ব্যবসা কার্যক্রম অন্যের কাছে হস্তান্তর করা হয়, তাহলে নতুন মালিককে ৩০ দিনের মধ্যে জেডএটিসিএ-কে তা জানাতে হবে। তবে পূর্ববর্তী মালিকের রেজিস্ট্রেশন বাতিল হয়ে থাকলে এ নিয়ম প্রযোজ্য হবে না। এমনকি রেজিস্ট্রেশন বাতিল হলেও, আগের মালিক পুরনো কর সংক্রান্ত দায়-দেনা থেকে অব্যাহতি পাবেন না এবং তাকে প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করতে হবে।

সূত্র: সৌদি গেজেট

Header Ad
Header Ad

আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে আজ সোমবার (২২ এপ্রিল) কাতারে যাচ্ছেন। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য ‘আর্থনা সামিট-২০২৫’-এ অংশ নিতে তিনি এ সফরে যাচ্ছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, এই সফরটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে হচ্ছে। সামিটে অংশগ্রহণের পাশাপাশি প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের আমিরের একটি দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এ সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদও প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। তারা হলেন—ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ সামিটে, কাতারের শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় টেকসই উন্নয়নের সম্ভাবনা এবং দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর উপায় নিয়ে আলোচনা হবে।

২২ ও ২৩ এপ্রিল এই দুই দিনব্যাপী সম্মেলনে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা এবং গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হবে।

সূত্র: বাসস

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পরমাণু কর্মসূচি থেকে না সরার ঘোষণা ইরানের
পর্যটকদের ভ্যাটের অর্থ ফেরত দেবে সৌদি সরকার
আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ভুল বোঝাবুঝিতে গাজায় ১৪ জরুরি সেবাদাতা কর্মীকে হত্যা!
জেলা প্রশাসকের দফতরে স্মারকলিপি দিল আওয়ামী লীগ
বিয়ের আশ্বাসে স্বামীর ১১ লাখ টাকা নিয়ে ঘর ছাড়লেন নারী, প্রেমিকের ফাঁদে পড়ে দলবেঁধে ধর্ষণের শিকার
বিয়ে না করেই পঞ্চাশে অন্তঃসত্ত্বা অভিনেত্রী, তোলপাড় নেটদুনিয়া
পারভেজের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম, পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল
আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর
২০২৫ শেষ হওয়ার আগেই ৫০ সেঞ্চুরিতে দেশের প্রথম এনামুল হক
ভিসা বাতিল করায় ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চায় এনসিপি
এপ্রিলে ১৯ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা ছাড়াল
দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে বিএনপির অভিমত
ফাইয়াজের মামলায় আইন মন্ত্রণালয়ের এখতিয়ার নেই: আসিফ নজরুল
ভারতের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ৭ দিন ধরে আটকে ২৩ জন মিলে ধর্ষণ!
বিরামপুরে পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী মিঠু গ্রেফতার