বরিশালে মৃদু শৈত্যপ্রবাহ, পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা

নতুন বছরের সপ্তাহ না পেরুতেই বরিশালসহ দক্ষিণাঞ্চলে হাড় কাঁপানো তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন কৃষক ও দিনমুজুরসহ নিম্ন আয়ের মানুষ। এদিকে আগামী ৫ দিনে তাপমাত্রা কমে এই অঞ্চলের পরিস্থিতি আরও আবনতি হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া অফিসের।
বরিশাল আবহাওয়া অফিস আরও জানায়, শনিবার (৭ জানুয়ারি) বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মাসুদ রানা রুবেল ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ কারণে বরিশালের আকাশ আংশিক মেঘলা রয়েছে এবং আগামী দুই-তিন দিন ধরে এই আকাশ মেঘলা থাকতে পারে। এ ছাড়া এ অঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ জন্য কোথাও কোথাও সূর্য উঠতে প্রায় দুপুর গড়িয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।’
তিনি আরো বলেন, ‘দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ার কারণে বরিশাল অঞ্চলে শীতের অনুভূতিটা একটু বেশি প্রকাশ পাচ্ছে। তার মধ্যে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ জন্য বরিশালের উপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী দুই-তিন দিন পর্যন্ত এই মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে।
এদিকে তীব্র শীতে ক্ষেত খামারে কাজ করতে পারছেন না কৃষক ও দিন মুজুর মানুষ। তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত কৃষি ক্ষেতে কাজ করার ফলে বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া উপজেলায় ঠাণ্ডায় একজনের মৃত্যু হয়েছে।
দিনমুজুর আবদুর রহমান ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘সকাল হইতে বিকাল তামাইত কোনো সূর্যের দেহা পাই নাই। শরীর পুরা ঠাণ্ডায় জইম্মা গ্যাছে। এহন কাম করতেও ভয় লাগে।’
শিক্ষার্থী শুভ শিকদার বলেন, ‘বাসা থেকে বের হওয়াই যায় না। প্রচণ্ড শীত পরেছে। সারাদিন বাসায় ছিলাম। এই বিকালে একটু বেড় হয়েছি।’
দিনমুজুর মো. হারুন ঢাকাপ্রকাশকে বলেন, ‘শীতের অবস্থা খুব খারাপ। গত ৫-৬ দিন তামাইত কাম-কাইজ করতে পারিনা। এহন কামে আইয়া ‘আগুন’ পোহাই।’
বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারি মাসে আরো তিনটি মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। যা চলতি মাসের ১৫ অথবা ২০ তারিখের মধ্যে সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামী ৫ দিনে বরিশালের পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে ধারণা তাদের। তাই সকলকে সাবধানে থাকতে বলেছে তারা।
এসআইএইচ
