শার্শা সীমান্তে ১ কোটি ৫০ লাখ টাকার স্বর্ণ জব্দ

ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১৭ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (৭ জানুয়ারি) সকালে পাঁচভূলট সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের চালান জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন স্বর্ণ পাচারকারীর দল স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে পাঁচভূলট সীমান্ত এলাকায় অবস্থান করছে। এমন ধরনের গোপন সংবাদে বিজিবির একটি অভিযানিক দল ওই এলাকায় অবস্থান করেন এসময় সীমান্তের পুটখালি গ্রামের মৃত নবী ছদ্দিনের ছেলে শাহ আলম (৪২) ও শার্শা থানার রুদ্রপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৪০) কে সন্দেহ হলে থামতে বলা হয়।
এসময় তাদের হাতে থাকা কাগজের ব্যাগ ফেলে তারা কৌশলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের মধ্যে তল্লাশি করে ১৭ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এ ব্যাপারে কেউ আটক হয়নি। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৯৮৩ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান জানান, পলাতক দুই পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে শার্শা থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান।
এএজেড
