রাজশাহীতে মধ্যরাতে বোমা বিস্ফোরণ, ৪০ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী নগরীতে গভীর রাতে বোমা বিস্ফোরণের ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে চন্দ্রিমা থানায় এ মামলাটি করা হয়।
এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে মেহেরচন্ডী চকপাড়ায় মরা বটতলা এলাকায় পর পর তিনটি বোমা বিস্ফোরণে কেঁপে উঠে পুরো এলাকা।
বিষয়টি জানার পর অভিযানে নামে চন্দ্রিমা থানার পুলিশ। খবর পেয়ে আরএমপির বোমা নিষ্ক্রিয়করণ টিম ঘটনাস্থলে যায়। পরে চকপাড়া এলাকার একটি বাগানে অভিযান চালিয়ে বোমা নিষ্ক্রিয়করণ টিম তিনটি বোমা, ৫ লিটারের মতো তরল জ্বালানি দ্রব্যসহ বোমা তৈরির অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে।
পরে ঘটনাস্থলে উদ্ধার করা তিনটি বোমা নিরাপত্তার সঙ্গে বিস্ফোরণ ঘটিয়ে তা নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনার পর অভিযান চালিয়ে মেহেরচন্ডী চকপাড়া এলাকার একটি বাগান থেকে অবিস্ফোরিত ককটেল এবং বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম। তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ৭ জন জামায়াত-শিবির কর্মীকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে এ ঘটনায় জঙ্গি সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এসজি
