শ্রীপুরে কৃষকের ১২ লাখ টাকার ৯ গাভী চুরি

গাজীপুরের শ্রীপুরে এক কৃষকের গোয়াল ঘরের সবগুলো গরু চুরি হয়ে গেছে। ৯টি দুধেল গাভীর সবকয়টি গরু চুরি হওয়ায় ওই কৃষকের জীবিকার পথ বন্ধ হয়ে গেছে।
বুধবার (৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটী (মোল্লাপাড়া) গ্রামের হেলাল উদ্দিন মোল্লার বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে।
কৃষক হেলাল উদ্দিন মোল্লা জানান, তার গোয়ালে ৯টি দুধেল গাভী ছিল। ৪টি গরুর ৪০ কেজি দুধ দিয়ে তিনি পারিবারিকভাবে জীবিকা নির্বাহ করতেন। তার গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা। রাতের ওই সময়ে চোররা কৌশলে গোয়াল ঘরের তালা কেটে পিকআপ ভ্যানযোগে গরুগুলো চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠার পর গোয়াল ঘর খোলা দেখে চুরির ঘটনাটি নিশ্চিত হন। পরে ট্রিপল নাইনে (৯৯৯) ফোন করে পুলিশকে ঘটনাটি জানান। গরু চুরি হওয়ার পর তার জীবিকার পথ বন্ধ হয়ে গেছে বলে জানান তিনি।
এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন। গরু চোর গ্রেপ্তার ও গরু উদ্ধারে তৎপরতা চলছে।
এসআইএইচ
