সিলেটের কাজিরবাজারে অগ্নিকাণ্ড, ৬০ লাখ টাকার ক্ষতি
সিলেট নগরের পূর্ব কাজিরবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে পূর্ব কাজিরবাজার অগ্রণী ব্যাংকের বিপরীত পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। সেখানে হানিফ মিয়ার দোকানসহ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে আগুন। আগুনে প্লাস্টিকের দরজা, জানালা, গুদামজাত পাটের বস্তা, প্লাস্টিকের বস্তাসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস জানান, এ ঘটনায় ৫০-৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে ছুটে যায়। ১৫টি অগ্নিনির্বাপণ গাড়ি ব্যবহার করে টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
তালতলাস্থ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার বেলাল আহমদ জানান, প্লাস্টিক পণ্য আর বস্তা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এদিকে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
এসজি