তীব্র হিমেল হাওয়ায় নাকাল পঞ্চগড়বাসী
দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়। ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা তীব্র হিমেল হাওয়ায় নাকাল এই জেলার মানুষেরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত থেকে কুয়াশার পরিমাণ কম থাকলেও তীব্র ঠাণ্ডা বাতাসে শীত জনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। জেলায় কয়েক দিনের তুলনায় কিছুটা তাপমাত্রা বাড়লেও সন্ধ্যা থেকে বয়ে যাওয়া হিমেল হাওয়ায় সকাল সাড়ে ৮টা পর্যন্ত শীতের তীব্রতা বেশ অনুভূত হচ্ছে।
আজ বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুঁলিয়ায় রেকর্ড করা হয়। ছিল ১১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা তেতুঁলিয়ায় রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে শীতে বেড়েছে শীতবস্ত্রের কদর। প্রতিদিনই জেলার ফুটপাতের দোকানগুলোতে শীতের নানা কাপড় কিনতে ভিড় করছেন মানুষজন। শীতবস্ত্র কিনতে আসা রহিদুল ইসলাম বলেন, গত দুই দিন ধরে প্রচুর ঠাণ্ডা। বাতাসের কারণে থাকা যায় না। তাই নতুন শীতের কাপড় কিনতে এসেছি।
এমন পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের জন্য ২৬ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়াও বেসরকারি ভাবে আরো ১৪ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারির শুরু থেকে জেলার উপর দিয়ে বয়ে যাওয়া হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডা বাতাস আরও কয়েকদিন ধাকতে পারে।
এসআইএইচ