হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেপ্তার

বরগুনার বেতাগীতে হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালানো সেই চুরি মামলার আসামি হাবিব বিশ্বাসকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। হাবিব বেতাগীর উত্তর করুনা গ্রামের মৃত ইনছাব আলীর ছেলে।
বুধবার (৪ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
তিনি জানান, মঙ্গলবার পুলিশের অভিযানে আসামি হাবিব বিশ্বাসকে গ্রেপ্তারের পর বর্তমানে বেতাগী থানা হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়াও আসামি পালানোর ঘটনায় সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
বেতাগী থানা পুলিশ সূত্রে জানা যায়, গত সপ্তাহে স্থানীয় সোনার বাংলা বাজারে একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। তদন্তে হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পায় পুলিশ। এরপর সোমবার দুপুরে বেতাগী থানার এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম হোসনাবাদ এলাকায় হাবিবের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে থানায় নিয়ে আসার পথে হাবিব হাতকড়াসহ দৌড়ে একটি ধান ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার ২ থেকে ৩ ঘণ্টা পর হাতকড়া উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, এসআই শহিদুল ইসলাম হাতকড়া ও চাবিসহ গ্রেপ্তারকৃত আসামিকে হারানোর পর এলাকাবাসীর সহায়তায় আসামি ছেড়ে দেওয়ার চুক্তিতে হাতকড়া উদ্ধার করে এবং ওই এলাকার স্থানীয়রা বিষয়টি যেনো না জানে এ জন্য এক প্রকার চাপ প্রয়োগ করেন। তবে এ বিষয়টি অস্বীকার করেছেন এসআই শহিদুল ইসলাম।
এ ব্যাপারে বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ইতিমধ্যে বরগুনা জেলা পুলিশ কর্তৃক এ ঘটনায় সম্পৃক্ত এসআই শহিদুল ইসলামকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশি অভিযানে পলাতক আসামি হাবিবকে গ্রেপ্তার করে বেতাগী থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হবে।
এসআইএইচ
