সৈয়দ নজরুল ইসলাম ও আশরাফুল ইসলামের মুর্যাল কালিতে বিকৃত
কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও তার বড় ছেলে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে কালো রং লেপন করে বিকৃত করেছে দূর্বৃত্তরা। সোমবার (০২ জানুয়ারি) ভোরে শহরের কালীবাড়ি এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এমন ঘটনা ঘটেছে।
রবিবার রাতের কোনো এক সময় কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি এলাকার শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে স্থাপিত মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও তার বড় ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে কালো রং লেপন করে প্রতিকৃতি বিকৃত করা হয়।
এই ঘটনায় বিকাল ৪টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কিশোরগঞ্জ জেলা আওয়ামিলীগ সহ নানা শ্রেণী পেশার মানুষজন। গত বছর ২০২১ সালের ৩০ জুলাই সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের চেষ্টা করার ঘটনায় একজনকে আটক করে পুলিশ।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ,অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন (সদর সার্কেল) ও পৌর মেয়র মাহমুদ পারভেজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি নজরে আসলে দ্রুত রঙ মুছে ফেলা হয়। তবে ইতোমধ্যে ম্যুরাল বিকৃতি করা ছবি দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
কিশোরগঞ্জের জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও তার বড় ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জের কৃতী সন্তান। তাদেরকে সবাই সম্মান করে। কিন্তু এর আগেও গত বছর সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে আঘাত করা হয়েছে। তার সঠিক বিচার হয়নি বলেই একই ঘটনা পূনরায় হচ্ছে।এবার তাদের প্রতিকৃতিতে রঙ দিয়ে বিকৃতি করা হয়েছে। ৪৮ ঘণ্টার ভেতরে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাই।
পৌর মেয়র মাহমুদ পারভেজ বলেন, যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, রাতে বা কুয়াশাচ্ছন্ন ভোরে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএজেড