ইউএনওকে আদালতের কারণ দর্শানোর নোটিশ

বরগুনার বেতাগীতে মারুফ রেজা নামে এক ব্যবসায়ী রেকর্ডীয় জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে অনুপ্রবেশ করার অভিযোগ উঠেছে। এব্যাপারে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সহকারী জজ আদালত বেতাগী কর্তৃক কারন দর্শাতে বলা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, রবিবার (২ জানুয়ারি) বাদীর আইনজীবীর বক্তব্য শেষে বেতাগী সহকারী জজ আদালতের বিচারক আলতাফ হোসেন আগামী ৭ দিনের মধ্যে কেন বাদীর দখলীয় জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অনুপ্রবেশ করা হয়েছে তা স্ব-শরীরে উপস্থিত হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে কারন দর্শাতে বলা হয়েছে।
এ বিষয়ে বিক্ষুব্ধ ব্যাবসায়ী মারুফ রেজা বলেন, আমি আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবার আশা রাখি। আমার ৪৯৭ নং দাগ বাটোয়ারা ২৮৮০ তে ২ শতাংশ কবলাকৃত রেকর্ডীয় জমি। একই দাগের অন্য মালিকরা ঘর তুলে ব্যাবসা প্রতিষ্ঠান করলেও ইউএনও আক্রোশ মূলক কারও প্ররোচনায় আমার জমি খাস দাবী করে তা ক্ষমতার অপব্যাবহার করে দখলের চেষ্টা করেছেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনিক ক্ষমতার অবৈধ প্রয়োগ করছেন।
এ ব্যপারে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহৃদ সালেহীন সাংবাদিকদের বলেন, মারুফ রেজার দাবীকৃত জমি রাস্তায় গিয়েছে। তার দাবি রেকর্ডীয় কোন জমিতে অনুপ্রবেশ করা হয়নি এবং যা করা হয়েছে তা জেলা প্রশাসকের নির্দেশে করা হয়েছে।
উল্লেখ্য, বেতাগীর খাসকাচারি মাঠ এলাকায় জমি নিয়ে ব্যবসায়ী মারুফ রেজা ও প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সরকারি খাস জমি দাবি করে তা উদ্ধারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান।
অভিযান পরিচালনা করেন তিন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহফুজুর রহমান, ফয়সাল আল নুর ও জাহিদুর রহমান। এসময় ১৪৪ ধারা জারি করে পুলিশ পুরো খাসকাচারি মাঠ এলাকা নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনার পরপরই বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন মারুফ রেজা।
এএজেড
