নড়াইলে নবগঙ্গায় নৌকাডুবিতে এখনো নিখোঁজ ৪

নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীতে নৌকা ডুবে নিখোঁজ চারজনের সন্ধান মিলেনি এখনো। এমনকি নৌকাটির সন্ধানও পায়নি দমকল বাহিনী।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের যশোর জোনের সহকারী পরিচালক মামুনুর রশিদ।
নিখোঁজ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নৌকা ডুবিতে তাদের পরিবারের দুইজন সদস্য মারা গেছে। বাকি চারজন এখনো নিখোঁজ রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। জীবিত না হোক অন্তত স্বজনদের মরদেহ যেন পাওয়া যায় সেই দাবি তাদের।
এ বিষয়ে ফায়ার সার্ভিস বৃহত্তর যশোর জোনের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, স্থানীয়দের সহযোগিতায় গতকাল দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমারা জেনেছি যে এখনো চারজন পুরুষ নিখোঁজ রয়েছেন। সকাল থেকে আমাদের তিনটি টিম উদ্ধার কাজ চালাচ্ছে। জোয়ার-ভাটা থাকায় যেখানে নৌকাডুবির ঘটনা ঘটেছে সেখানে মৃতদেহ থাকার সম্ভাবনা ক্ষীণ। সারাদিন তারা উদ্ধার কাজ চালাব।
উল্লেখ্য, নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নৌকা ডুবির ঘটনা ঘটে। পরে নিহত দুজনসহ নৌকায় থাকা ১১ জনকে উদ্ধার করা হয়।
এসএন
