সুস্থ সংস্কৃতির আহ্বানে বরগুনায় ৩ দিনব্যাপী নাট্য উৎসব

দেশীয় সংস্কৃতি পুনরুদ্ধারে 'এসো সুস্থ সংস্কৃতির ধারা বজায় রাখি' স্লোগানে বরগুনার বামনায় ৩ দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে। বামনা উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে 'পাঠশালা থিয়েটার' এর শিল্পীদের অংশগ্রহণে এ নাট্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বামনার আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে এ নাট্য উৎসবের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার।
প্রথম দিনে লিটু সাখাওয়াত রচিত ও মুক্ত গাইন এর নির্দেশনায় নাটক 'দোধারী' মঞ্চায়িত হয়েছে।
এসময় বামনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ওবায়দুল কবীর আকন্দ দুলাল, বর্তমান সভাপতি নেসার উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভুইয়াসহ সামাজিক ও সাংস্কৃতিক নেতারা উপস্থিত ছিলেন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) মুক্ত গাইনের রচনা ও নির্দেশনায় 'সার্থক জনম মাগো' এবং শনিবার (৩১ ডিসেম্বর) 'খাতিরদারী' মঞ্চায়িত হওয়ার কথা রয়েছে। সামাজিক কর্মকাণ্ডসহ নাট্য অঙ্গনে সুনাম অর্জন করেছে 'আমাদের পাঠশালা' সংগঠনটি। পাঠশালা থিয়েটার গত স্বাধীনতা দিবসে 'স্বার্থক জনম মাগো' নাটকটি মঞ্চায়িত করে উপজেলাব্যাপী পরিচিতি লাভ করে।
আয়োজকরা জানান, সংগঠনটি নাট্য অঙ্গনে তাদের অবস্থান সুদৃঢ় করতে ৩ দিনব্যাপী তিনটি মঞ্চনাটক মঞ্চায়িত করার উদ্যোগ নেয়। এতে সহযোগিতা করছেন বামনা উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তারা।
পাঠশালা থিয়েটারের উপদেষ্টা মনোতোষ হাওলাদার বলেন, বামনায় প্রায় এক যুগ ধরে সাংস্কৃতিক বিকাশ ঘটছে না। মহান মুক্তিযুদ্ধকালীন মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধি করেছিল বিভিন্ন গণসংগীত। অথচ স্বাধীনতার ৫১ বছর পরে এখানে সংস্কৃতি এখন তলাতিতে এসে ঠেকেছে। সেটাকে ফিরিয়ে আনতে সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে পাঠশালা থিয়েটার প্রতিষ্ঠা করা হয়েছে এবং এখন পর্যন্ত ৩টি নাটক মঞ্চায়িত করতে পেরেছি। আশা করি আগামীতে ভালো কিছু নিয়ে আমরা প্রতিষ্ঠিত হব।
এসজি
