বাজারে নয় রাস্তা ঠিক হবে মন্ত্রণালয়ে বসে: মাশরাফি

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, 'আপনারা গ্রামের লোকজন খুশি হন এমপি আসছে কথা বলতেছে চায়ের দোকানে বসতেছে, আসলে এগুলা বাজে প্রাক্টিস, এমপির কাজ এটা না। এমপির কাজ তুমারে এমপি বানাইছি তুমি মন্ত্রণালয় দিয়ে দৌড়াই বেড়াও। এই নলদী বাজারে বসে কিন্তু কোন রাস্তা ঠিক হবেনা, রাস্তা ঠিক হবে মন্ত্রণালয়ে বসে। ওইখানে কাজ আমার দৌড়ানো।
চেয়ারম্যান এর সঙ্গে যোগাযোগ রাখা কোথায় কোন রাস্তার দরকার। আর আপনাদের কাজ আপনার এলাকার মেম্বারদের নিয়ে রাস্তার কাজের তালিকা চেয়ারম্যানকে দেয়া। আর চেয়ারম্যান আমাকে তালিকা দিবে আমি ওটা নিয়ে দৌড়াবো। এটাই হলো প্রক্রিয়া এছাড়া যদি বলেন ভাই চাকরি দেন রাস্তা দেন,আমি বল্লাম দিবানি এটা মিথ্যা কথা,আসলে প্রক্রিয়া ছাড়া কিছু হয়না'।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) 'জনতার মুখোমুখি জনতার সেবক' স্লোগানকে সামনে রেখে ২য় পর্যায়ে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ব্রাহ্মণীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন মাশরাফি। এসময় জনতার বিভিন্ন প্রশ্নের জবাব দেন এমপি মাশরাফি।
আপনার সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে অনেকে অনেক বড় কিছু মনে করে এবং অনেকেই অবমূল্যায়ন করে এ ব্যাপারে আপনার পদক্ষেপ সম্পর্কে জানতে চাই। এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন ,যদি এমন কেউ করে তাকে বেঁধে রাখবেন। সে যদি আমার পরিবারের কেউও হয় বেঁধে রেখে প্রশাসন, মেম্বার বা চেয়ারম্যানকে জানাবেন। ওনারা আমাকে জানাবে আমি তার বিচার করব।
জনতার মুখোমুখি এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এমপি মাশরাফিকে ইউনিয়নের উন্নয়ন সম্পর্কিতসহ দীর্ঘ ৪ বছরে এমপির কার্যক্রম, সফলতা-ব্যর্থতা, এলাকায় জনগণের জন্য কতটুকু করতে পেরেছেন বা পারেননি, সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন এবং এমপি তার উত্তর দেন। ইউনিয়নের রাস্তা ঘাট, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার না থাকা,খেলার মাঠ, মসজিদের মন্দির উন্নয়ন, খাল কাটা, স্থানীয় ভূমি অফিসের নায়েব এর হয়রানিসহ বিভিন্ন বিষয়ে এলাকাবাসী প্রশ্ন করেন।
লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে ও জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জলের সঞ্চালনায় 'জনতার মুখোমুখি জনতার সেবক' অনুষ্ঠানের জনতার প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এএজেড
