সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট- ২০২২ এর পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের উদ্যোগে গদখালীর নিত্যানন্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের চেয়ারপারসন ইডেন মহিলা কলেজ ঢাকার সহকারী অধ্যাপক মোছা: নাছিমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মো. নাসির উদ্দীন। এতে প্রধান সমন্বয়ক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এন্ট্রি টেররিজম ইউনিটের ডিআইজি (বিপিএম (বার), পিপিএম (বার) মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ডা. মোস্তাফিজুর রহমান মুসা, অ্যাডভোকেট আব্দুল কাদের আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হক, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
এসআইএইচ
