আড়াই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল শুরু হয়।
সোমবার (২৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকে যায় একটি ফেরি। এরপরে সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফের ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোররাত সাড়ে ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলোর অস্পষ্টতার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় দৌলতদিয়া থেকে ছেড়ে আসা ১টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সাড়ে ৮টার দিকে এ নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়।
এসআইএইচ
