'বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে'

খুলনায় বিএনপির সমাবেশে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ রাজণীতে বিশ্বাস করে। আমরা সাংঘর্ষিক রাজনীতে বিশ্বাসী নই। বিএনপি ক্ষতার জন্য রাজনীতি করে না। জনগণের সুখ শান্তি সেবার জন্য রাজনীতি করে। ১৮ কেটি মানুষের ভিন্ন ভিন্ন মত থাকলেও এক সাথে কাজ করায় বিশ্বাসী বিএনপি। তিনি শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা ও মহানগর শাখার গণ- সমাবেশ ও মিছিল পূর্ববর্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
খুলনা মহানগরীর কেডিঘোষ রোডে জেলা ও মহানগর কাযার্লযের সামনে আযোজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন, খুলনা মহানগর শাখার আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। সমাবেশে ড. মঈন খান আরও বলেছেন, আপনারা দেশের এত উন্নয়ন করেছেন বলে দাবি করছেন, স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলয়ী তত্ববধায়ক সরকারের অধিনে নিবার্চন দিন।
জনগণ ভোট দিলে বা জনগণ চাইলে আপনারা আবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবেন। দিনের ভোট রাতে না দিয়ে জনগণকে দিনের ভোট দেওয়ার সুযোগ করে দিন। একটি নিবার্চনে একই দলের ২৯৩ জন সংসদ সদস্য থাকা মানে দেশে অলিখিত এক দলীয় শাসন ব্যবস্তা কায়েম রয়েছে।
তিনি বলেন বর্তমান নিবার্চন কমিশনকে দিয়ে সুষ্ঠু নিবার্চন সম্ভব নয়। তারা নিজেরাও তাদের দায় স্বীকার করেছেন। তাই ব্যর্থ নিবার্চন কমিশনকে বাতিল করে নির্দলীয় সরকারের অধিনে জাতীয় নিবার্চন দেওয়ার জন্য সরকার তথা আওয়ামী লীগের প্রতি আহবান বর্ষিয়ান এই বিএনপি নেতা। এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আজিজুল বারি হেলাল, জয়ন্ত কুন্ডু, আমীর এজাজ খান, আবু হোসেন বাবু প্রমূখ।
এর আগে জেলার বিভিন্ন উপজেলা এবং মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপিসহ এর সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল করে সমাবেশে যোগ দেন। তবে সমাবেশকে কেন্দ্র করে বিএনপি কাযার্লয়সহ পুরো নগর জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তৎপর ছিল। এ নিয়ে উদ্বেগ উৎকন্ঠা ছিল বিএনপি নেতাসহ স্থানীয়দের।
এএজেড
