আবাসনের মালামাল চুরির অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মাহমুদ সিকদার মনিরের বিরুদ্ধে উপজেলার ঝোপখালী আবাসনের ঘর ভেঙে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রিয়াজুল ইসলাম বাদী হয়ে ওই ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকা জাকির মিস্ত্রি নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামে ঘূর্ণিঝড় সিডর পরবর্তী সরকারি আবাসন নির্মাণ করা হয়। তবে ওই আবাসনের ঘরগুলো বর্তমানে জরাজীর্ণ হওয়ায় ওই জায়গায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলা প্রশাসন ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নেয় এবং আবাসনের জরাজীর্ণ ঘরগুলোর পুরোনো টিন, জানালার গ্রিল, লোহার এঙ্গেল খুলে আবাসন এলাকায় তা সংরক্ষণ করে সহকারী কমিশনার (ভূমি) অফিস।
এদিকে বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির সিকদারের নেতৃত্বে ওইসব মালামাল চুরি করে পিকআপভ্যানে করে বাকেরগঞ্জের বাসস্ট্যান্ডের কাছে এনায়েত হোসেনের ভাঙারির দোকানে বিক্রির জন্য নেওয়া হয়। রাতেই বিষয়টি জানাজানি হয় এবং স্থানীয়রা তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানায়।
ঝোপখালী গ্রামের বাসিন্দা রুবেল মৃধা বলেন, বুধবার সন্ধ্যার দিকে ইউপি সদস্য মনির সিকদার লোকজনের অগোচরে গ্রামীণ সড়ক দিয়ে আবাসনের মালামাল পিকআপভ্যানে তুলে নিয়ে যাওয়ার পথে দেখতে পেয়ে পিছু নিই।
আরেকজন বাসিন্দা কাউসার খন্দকার বলেন, ইউপি সদস্য মনির সিকদার আবাসনের মালামাল পার্শ্ববর্তী বাকেরগঞ্জের এনায়েত হোসেনের ভাঙারি দোকানে বিক্রির জন্য চেষ্টা চালায়। তা দেখতে পেয়ে বিষয়টি ইউএনওকে জানাই।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্যের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকা জাকির মিস্ত্রি নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহৃদ সালেহীন বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ওই ইউপি সদস্যকে মালামাল ফেরত আনতে নির্দেশ দিয়েছি ও উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। চুরির ঘটনায় ভূমি উপ-সহকারী কর্মকর্তা রিয়াজুল ইসলাম বাদী হয়ে ইউপি সদস্য মাহমুদুল সিকদার মনিরসহ ৫ জনের বিরুদ্ধে বেতাগী থানায় মামলা দায়ের করেন।
এসজি