নড়াইলে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করলেন মাশরাফী

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা এবং জেএমআইয়ের উদ্যোগে প্রথমবারের মতো নড়াইলে চালু হয়েছে কিডনি ডায়ালাইসিস সেন্টার।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে শহরের মহিষখোলায় শরীফ আব্দুল হাকিম ও নড়াইল এক্সপ্রেস হাসপাতালে 'নড়াইল এক্সপ্রেস ডায়ালাইসিস সেন্টার' নামে বিশেষায়িত এ কিডনি ডায়ালাইসিস সেন্টারটির উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফী বিন মোর্ত্তজা এবং জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক।
উদ্বোধনকালে মো. আব্দুর রাজ্জাক বলেন, দেশের কিডনি রোগীদের সেবায় এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছে জেএমআই গ্রুপ। দেশের অনেক জেলায় কিডনি ডায়ালাইসিস সেন্টার নেই। নড়াইলবাসীর জন্য এটি একটি মাইলফলক।
এসময় মাশরাফী বিন মোর্ত্তজা জেএমআই গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, নড়াইলের মানুষ যে সেবা পায় না সেই সেবা আনাটা মোটেও সহজ ছিল না। আজ উদ্বোধন হলো। আমাদের এখানে আরও অনেক কিছু প্রয়োজন আছে যেগুলো আস্তে আস্তে করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, পৌর মেয়র আঞ্জুমান আরাসহ আরও অনেকেই।
এই সেন্টার থেকে বছরে প্রায় ৪ হাজার রোগীকে কিডনি ডায়ালাইসিস সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে।
এসজি
