জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ চান সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে একটা অপূর্ণতা থেকে যাবে, নির্বাচন অংশগ্রহণমূলক হবে না।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে বরিশাল বিভাগের উর্ধতন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, 'বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে একটা অপূর্ণতা থেকে যাবে। কোনও দলকে জোর করে নির্বাচনে আনা যাবে না। বিএনপিকে আমরা সংলাপে বসার আহ্বান জানিয়েছিলাম। তারা আসেননি। আমাদের উপর অনাস্থা রয়েছে বিএনপির, সরকারের উপরও অনাস্থা রয়েছে। সরকারও চায় বিএনপি নির্বাচনে আসুক। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হোক, সব দল অংশগ্রহণ করুক। বিএনপির যে নির্বাচনে আসা প্রয়োজন সেটা কিন্তু সরকারও বলছে। আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক।’
সিইসি বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সংসদ গঠিত হোক। সংসদের মাধ্যমে সরকার গঠিত হোক। তাহলে দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা আরও সুসংহত হবে।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, 'জাতীয় নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠ করার জন্য নির্বাচন কমিশন সর্বাত্মক কাজ করে যাচ্ছে। ইভিএময়ে আগামী ভোট অনুষ্ঠিত হবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এই পদ্ধতিতে ব্যালোটের মতো একজনের ভোট অন্যের দেওয়ার সুযোগ নেই। আমরা সেই ধারণা পাল্টানোর চেষ্টা করছি। স্থানীয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। আমরা চাইছি আগামী নির্বাচনে ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে যেতে পারে এমন পরিবেশ তৈরি করতে।'
কাজী হাবিবুল আউয়াল বলেন, 'নির্বাচনী সংস্কৃতি ও রাজনৈতিক সংস্কৃতির অভাব আছে। তাহলেই নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকবেনা।' তবে ইভিএম মেশিন নিয়ে কোনো সংশয় নেই বলেও দাবি করেছেন তিনি।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, নির্বাচন কমিশনের সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর, নির্বাচন কমিশনের সচিবালয়ের আইডিউ প্রকল্প (২য় পর্যায়) প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসানাত মোহাম্মদ সায়েম, উপ পুলিশ মহাপরিদর্শক এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
এসআইএইচ