ফুটবলার মাসুরার বাবাকে কিনে দেওয়া ভ্যান চুরি

সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের শিরোপা জিতে দেশে ফেরার পর বাবার জন্য বাংলাদেশ নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভীনের কিনে দেওয়া ভ্যানটি চুরি হয়ে গেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় অবস্থিত ফুটবলার মাসুরাদের বাড়ি থেকে ওই ভ্যানটি চুরি হয়। মাস খানেক আগে ফুটবলার মাসুরা পারভীন তার বাবা রজব আলীকে ভ্যানটি কিনে দেন।
এব্যাপারে মাসুরা পারভীনের বাবা রজব আলী জানান, আমি আগে ভ্যানে করে সবজি ও ফল-ফলাদি বেচতাম। তবে কয়েকবছর অসুস্থ জনিত কারনে ব্যবসা করতে পারিনি। সম্প্রতি শারীরিক অবস্থা একটু ভালো হয়ে উঠায় মাসুরা আমাকে ত্রিশহাজার টাকা দিয়ে একটি ভ্যান কিনে দেয়। তাতে আমি আরও ৮/১০ হাজার টাকা খরচ করে সবজি বিক্রি করার উপযোগী করি। আর ঘটনার দিন ভ্যানটি আমি বাড়ির উঠানে তালা মেরে রেখেছিলাম। তবে রাতের কোন এক সময় চোরেরা বাড়ির গেটের তালা ভেঙে ভ্যানটি নিয়ে চলে যায়।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, এঘটনায় মাসুরার বাবা রজব আলী সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভ্যানটি উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
এএজেড
