৩৯ বছর ধরে বিজয়ের বাদ্য বাজান বাবুল

আজ মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে বরগুনা স্টেডিয়ামে কুচকাওয়াজ মাঠে বিজয়ের বাদ্য বাজাচ্ছিলেন বাবুল হোসেন ও তার দল। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে কুচকাওয়াজ মাঠে প্রায় দুই ঘন্টা একটানা বিজয়ের বাদ্য বাজিয়ে কুচকাওয়াজে অংশ গ্রহণ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সদস্যদের বিজয়ের আনন্দ দিচ্ছিলেন বাবুল ও তার দল।
কুচকাওয়াজ শেষে দলটির সাথে কথা হলে জানা যায় তারা সবাই বরগুনা জেলা পুলিশের সদস্য। জেলা পুলিশের হয়ে তারা জাতীয় দিবস ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাদ্য বাজান।
দলটির প্রধান বরিশাল জেলার সন্তান এএসআই বাবুল হোসেন। কথা হলে তিনি বলেন, আমার চাকরির জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে পুলিশের বাদক দলের সঙ্গে। দীর্ঘ ৩৯ বছর ধরে আমি জাতীয় দিবস ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাদ্য বাজিয়ে আসছি। প্রথম দিকে সাধারণ সদস্য হলেও এখন দলের নেতৃত্ব দিচ্ছি।
ক্লান্তিহীন ঘন্টার পর ঘন্টা বাদক দলের বাদ্য বাজানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাদ্য বাজানোর সময় বাদকদের মনে অন্যরকম ভাবে দেশ প্রেমের শক্তি জাগে। ফলে কোন ক্লান্তিই অনুভব হয় না।
একই কথা বলেন জেলা পুলিশের আরেকজন বাদক মাংতাই। তিনি জানান, বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হিসেবে তার চাকরির ২৪ বছরের ৬-৭ বছরই কাটিয়েছেন তিনি বাদক দলে।
এএজেড
