বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের জম্মদিন আজ

আজ ১৬ ডিসেম্বর, ভোলার কৃতি সন্তান বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের ৭৫তম জন্মবার্ষিকী। ১৯৪৭ সালের এই দিনে ভোলা জেলার দৌলতখান উপজেলার হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। মোস্তফা কামালের পিতা হাবিলদার মো. হাবিবুর রহমান ও মাতা মালেকা বেগম।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার অসামান্য বীরত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভুষিত করা হয় তাকে। তার এমন বীরত্বের কারণে সহযোদ্ধাদের প্রাণ রক্ষা পেয়েছিল তখন। দরুইনের মাটিতে সমাহিত করা হয় জাতির এই শ্রেষ্ঠ বীরকে।
১৯৭১ সালের ১৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন মোহাম্মদ মোস্তফা কামাল। ৫ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল সৈনিক হওয়ার। ১৯৬৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন তিনি। ক্রমশই স্বাধীনতার দাবিতে সারাদেশ উত্তাল হতে থাকে। ৭ মার্চ জাতির পিতার ঐতিহাসিক ভাষণ শুনে আন্দোলিত হন তিনি। এরপর বঙ্গবন্ধুর স্বাধীনতা যুদ্ধের ডাকে ঝাঁপিয়ে পড়েন।
জানা গেছে, ১৯৭১ সালের ১৬ এপ্রিল সিপাহী মোস্তফা কামালের নেতৃত্বে একটি মুক্তিযোদ্ধাদের দল ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসা পাকিস্তানি হানাদার বাহিনীকে ঠেকানোর জন্য আখাউড়ার দরুইন গ্রামে অবস্থান নেয়। তবে সংখ্যায় বেশি ও আধুনিক অস্ত্রে সজ্জিত পাক বাহিনীর সঙ্গে মোকাবেলায় মুক্তিযোদ্ধাদের ছিল অদম্য মনোবল। ১৮ এপ্রিল সকাল থেকেই আকাশে ছিল মেঘ। বেলা ১১টার দিকে শুরু হয় প্রচণ্ড বৃষ্টি। একইসঙ্গে শুরু হয় শত্রুর গোলাবর্ষণ। মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলি ছুড়তে থাকে। এ সময় মেশিনগান চালানো অবস্থায় এক মুক্তিযোদ্ধার বুকে গুলি লাগে। মুহূর্তের মধ্যে মোস্তফা কামাল এগিয়ে এসে চালাতে লাগান স্টেনগান।
চলতে থাকে সামনাসামনি যুদ্ধ। এমন পরিস্থিতিতে মরতে হবে, নয় পিছু হটতে হবে। কিন্তু পিছু হটতে হলেও সময় দরকার। ততক্ষণ গুলি চালিয়ে শত্রুদের আটকিয়ে রাখতে হবে। কে নেবে এই দায়িত্ব? এমন সময় আরো একজন মুক্তিযোদ্ধার বুকে গুলি লাগে। তখন সিপাহী মোস্তফা কামাল সকল সহযোদ্ধাদের সরে যেতে বলেন। মুক্তিযোদ্ধারা তাকে ছেড়ে যেতে না চাইলে তিনি আবারও সবাইকে নিরাপদে যেতে বলেন। অবিরাম গুলি চালাতে থাকেন তিনি। তার গোলাবর্ষণে শত্রুদের থমকে যেতে হয়। ততক্ষণে দলের অন্য সদস্যরা সাবধানে পিছু হটে যায়। এরপর একাই গুলি চালাতে থাকেন মোস্তফা কামাল। একটা সময় তার গুলি শেষ হয়ে গেলে পাক হানাদার বাহিনী ছোড়া একটি গুলি তার বুকে এসে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন তিনি।
এসআইএইচ
