যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৭

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৪ জন, আহত হয়েছেন ৭ জন। মনিরামপুর থানার ওসি নুরে আলম জানান, গত বুধবার রাত সাড়ে বারোটায় মনিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা মোটরসাইকেল দূর্ঘটনায় মারা যায়,উপজেলার মাছনা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে নাহিদ হোসেন (২০) ও মোহনপুর গ্রামের মোস্তাক হোসেনের ছেলে শিহাব হোসেন (১৭)। তারা দুই জনে সম্পর্কে আপন খালাতো ভাই।
আজ বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা গ্রামে মাটিবাহী ট্রাক একসাথে তিনটি বাইসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় ২ জন,আহত হয়েছেন ১জন। নিহতরা হলেন, শহরের চাঁচড়া খামারপাড়া এলাকায় আব্দুল মজিদের ছেলে আফ্রিদি (২০)ও চাঁচড়া বর্মণপাড়ার সূর্য চন্দ্র (১৯)।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) একে এম সফিকুল আলম চৌধুরী বলেন, শহরের চাচড়া এড়েন্দা গ্রামে নিহত ও আহতরা একসাথে তিনটি বাইসাইকেলে মাছ ধরতে যাচ্ছিলেন। ওইসময় বিপরীত দিক থেকে আসা মাটিবাহী ট্রাকটি তিনটি বাইসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় তারা।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আফ্রিদি ও সূর্য চন্দ্রকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। অপরদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় শহরতলির ধর্মতলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ৬ জন ইজিবাইক যাত্রী আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে ৪ জনের নাম পাওয়া গেছে, তারা হচ্ছেন, ঝিকরগাছা উপজেলার মোস্তাফিজুর রহমানের ছেলে যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আকিব মাহমুদ অর্নব, শহরের খড়কি এলাকার জহুরুল ইসলামের ছেলে টিএম সাইফুল ইসলাম, ঝিকরগাছার ইত্তেপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে সামি ও ইজিবাইক চালক পালবাড়ি এলাকার মঞ্জুর ছেলে মিজানুর রহমান। পুলিশ বাসটি জব্দ করেছে।
এএজেড
