বিজয় দিবস উপলক্ষে ঘোড় দৌড় প্রতিযোগীতা
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে জেলার ডোমারে। মঙ্গলবার বিকালে জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী পুরাতন পরিষদ সংলগ্ন মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে ১৩ ডিসেম্বর বিকালে বিজয়ের মাস ঘিরে এই প্রতিযোগীতার আয়োজন করে ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ী যুব-ঐক্য পরিষদ।
ঘোড় দৌড় প্রতিযোগীতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা চারটি গ্রুপে বিভক্ত করে ৪০টি ঘোড়া প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন। হাজার হাজার দর্শকের সমাগমে এক আনন্দ মুখর পরিবেশে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দুর-দুরান্ত থেকে লোকজন ঐতিহ্যবাহী এই খেলাটি দেখার জন্য দুপুর থেকেই মাঠ কানায় কানায় ভরে উঠে।
আলী নামে একজন তার সন্তানকে নিয়ে ঘোড়া দৌড় প্রতিযোগীতা দেখতে এসেছেন। তিনি বলেন, খেলাধুলা এখন নাই বললেই চলে। ঘোড়া দৌড় প্রতিযোগীতার কথা শুনে সন্তানকে নিয়ে খেলাটি উপভোগ করলাম। আলমগীর নামে একজন জানান, ঘোড়াদৌড় প্রতিযোগীতাটি যাতে প্রতি বছর অনুষ্ঠিত হতে পারে সেই জন্য আয়োজকদের ব্যবস্থা নেওয়া উচিত। এটি উপভোগ্য একটি খেলা।
উপভোগ্য এই ঘোড়া দৌড় প্রতিযোগীতায় গ্রুপ-'এ'-তে প্রথম স্থান অধিকার করে বগুড়ার মামুন। ও দ্বিতীয় স্থান পায় রেজা। এই প্রতিযোগীতার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
ঘোড়া দৌড় প্রতিযোগীতা উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল কাফির সভাপতিত্ব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মনজুরুল আহম্মেদ ডন ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। প্রথম স্থান অধিকারী মামুনকে টেলিভিশন ও রাজহাঁস ও ২য় স্থান অধিকারীদের ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।
এএজেড