বিএনপির নেতা কর্মীদের মুক্তির দাবীতে সমাবেশ

গ্রেপ্তারকৃত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গুলি বর্ষণ করে মকবুল হোসেন হত্যা এবং মামলা দায়ের প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার(১৩ ডিসেম্বর)দুপুরে শহরের সার্কুলার রোডে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুল নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মনজুর মোরশেদ বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা, দ্রুত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি, দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার এবংবিএনপি কার্যালয়ে হামলায় অংশ গ্রহণকারীদের বিচার দাবি করেন।
এএজেড
