মাদক সেবনের ভিডিও ফেসবুকে, পদ হারালেন যুবলীগ নেতা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমানের ইয়াবা সেবনের একটি ভিডিওসহ ফেন্সিডিল খাওয়ার কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত থেকে ওই ভিডিও ও ছবিগুলো ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। আর এঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা হাফিজুর রহমানকে বহিঃস্কার করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক জহিরুল ইসলাম নান্টুর স্বাক্ষরিত এক পত্রে ওই যুবলীগ নেতার বহিঃস্কারের বিষয়টি জানানো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত হাফিজুর রহমান শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণ, মাদক, দখল বাজিসহ একাধিক মামলা রয়েছে। এরআগেও মাদক সংশ্লিষ্টর কারনে উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব থাকাকালীন বহিঃস্কার হতে হয় তাকে। তবে জেলার এক সংসদ সদস্যর ছত্রছায়ায় রাজনীতি করার সুবাদে পদ পান যুবলীগের কমিটিতে। তবে ওই সংসদ সদস্যর ভয়ে এবিষয়ে তৎকালীন সময়ে মুখ খোলেননি কেউ। একপর্যায়ে ওই যুবলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ও ফেন্সিডিল খাওয়ার ছবি ভাইরাল হলে নতুন করে আলোচনায় আসেন তিনি।
ভাইরাল হওয়া ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি রুমের মধ্যে বসে খালি গায়ে ইয়াবা সেবন করছেন হাফিজুর রহমান। এ সময় তাকে সহযোগিতা করছেন অন্য একজন। কিন্তু সহযোগিতা করা ব্যক্তিকে শনাক্ত করা যায়নি।
এদিকে এঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা হাফিজুর রহমানের বহিঃস্কারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক জহিরুল ইসলাম নান্টু বলেন, শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ্যে মাদক সেবনের চিত্র প্রকাশিত হওয়ায় কেন্দ্রীয় যুবলীগ ও বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নির্দেশে তাকে বহিঃস্কার করা হয়েছে।
এএজেড
