সুন্দরবনের অভয়ারন্য থেকে ১৭ জেলে আটক

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারন্য (শিকার নিষিদ্ধ) এলাকায় মাছ ধরার অভিযোগে ১৭ জেলেকে আটক করেছে বনবিভাগ। সোমবার (১২ ডিসেম্বর) ভোরে সুন্দরবনের তালপট্টি পানির খাল ও মান্দারবেড়ী আঠারবেকী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত পাঁচ নৌকা, দুই ট্রলার, চরপাটা ৯৫ রশি জাল, পাটা জালসহ বিভিন্ন মালামাল জব্দ করে বনবিভাগ।
আটককৃত জেলেরা হলেন, খুলনার রামনগর গ্রামের জেলে লিপন, মামুন, খায়রুল, বাগেরহাটের উলোবুনিয়া গ্রামের মুজাহিদ, কয়রা সাতহালিয়া গ্রামের সাদ্দাফি হোসেন, ফকিরহাট উপজেলার দিয়াপাড়া গ্রামের ওলি হাওলাদার, রামপাল উপজেলার চাঁদপুর গ্রামের নান্নু মাসুদ শেখ, একই উপজেলার ভেটবামারী গ্রামের সাইফুল ও রফিকুল, রেজাউল, রিপন শেখ, রামপাল উপজেলার টেংরামারী গ্রামের নাজিম শেখ, শ্যামনগর উপজেলার টেংরাখালি গ্রামের আব্দুস সাত্তার, মহাসিন, পার্শ্বেখালি গ্রামের শহিদুল, মজিদ মোড়ল, চকবারা গ্রামের ইন্দ্রিস।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, সুন্দরবনে অবৈধভাবে নৌকা ও ট্রলার নিয়ে মাছ ধরার সময় পৃথক অভিযান চালিয়ে ১৭ জেলেকে আটক করা হয়েছে। এসময় জেলেদের ব্যবহৃত কয়েক লক্ষাধিক টাকা মূল্যের চরপাটা জাল, ট্রলার ও নৌকাসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। বন আইনের মামলায় আটক জেলেদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।
এএজেড
