ডিমলা হানাদার মুক্ত দিবস পালিত
১৯৭১ সালের ১১ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে ডিমলা শত্রুমুক্ত করেন বীর সন্তানরা। ১১ ডিসেম্বর ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নকে ৬ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধারা পাক সেনা ও তাদের দোসরদের কবল থেকে মুক্ত করেছিলেন। নানা আয়োজনে ডিমলা মুক্ত দিবস উদযাপন করেছে ডিমলা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ ও সাধারণ মানুষ।
রবিবার (১১ ডিসেম্বার) সকালে ডিমলা বিজয় চত্বরের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে ডিমলা মুক্ত দিবসের একটি শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে বিজয় চত্বরের শহীদ মিনারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান কবীর (জুয়েল) এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সদরুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সফিয়ার রহমান, ডিমলা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু প্রমুখ।
এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
এসজি